হায়দরাবাদ, ০২ মার্চ- অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়া ভারত ওয়ানডেতে শুভ সূচনা করেছে। মহেন্দ্র সিং ধোনি ও কেদার যাদবের দারুণ জুটিতে শনিবার প্রথম ওয়ানডে তারা জিতেছে ৬ উইকেটে। ৫ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো স্বাগতিকরা। হায়দরাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৩৬ রান করে অস্ট্রেলিয়া। ৪৮.২ ওভারে ভারত ৪ উইকেটে করে ২৪০ রান। আগে ব্যাট করতে নেমে দল রানের খাতা না খুলতেই অধিনায়ক অ্যারন ফিঞ্চ মাঠছাড়া হন। মার্কুস স্টোইনিস ও উসমান খাজার ৮৭ রানের জুটিতে প্রতিরোধ গড়ে সফরকারীরা। কিন্তু ১০ রানের ব্যবধানে আউট হন দুজনই। স্টোইনিস ৩৭ রানে বিদায় নেওয়ার পর ইনিংস সেরা ৫০ রানে খাজা আউট হন। এরপর ভারতীয় স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান রেট বাড়াতে পারেনি অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েলের ৪০ ও অ্যালেক্স ক্যারের ৩৬ রান শেষ দিকে স্কোরবোর্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখে। জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ স্যামি ও কুলদীপ যাদব দুটি করে উইকেট নেন ভারতের পক্ষে। লক্ষ্যে নেমে নাথান কোল্টার নাইল ও অ্যাডাম জাম্পার বলে টপ অর্ডারের চার ব্যাটসম্যান আউট হন ৯৯ রানের মধ্যে। ইনিংসের দ্বিতীয় ওভারে দলীয় ৪ রানে শিখর ধাওয়ান রানের খাতা না খুলে মাঠ ছাড়েন। রোহিত শর্মাকে নিয়ে ৭৬ রানের জুটি গড়ে ফিরে যান বিরাট কোহলি। ৪৫ বলে ৪৪ রান করা অধিনায়ককে বিদায় করেন জাম্পা। ৪ রানের ব্যবধানে রোহিত (৩৭) ও আম্বাতি রাইডু (১৩) আউট হলে লড়াইয়ে ফেরে অস্ট্রেলিয়া। কিন্তু ধোনি ও কেদার তাদের স্বস্তিতে থাকতে দেননি। তাদের ১৪১ রানের অপরাজিত জুটিতে ১০ বল বাকি থাকতে জেতে ভারত। ৬৮ বলে চারটি চার ও একটি ছয়ে ৭১তম হাফসেঞ্চুরি করেন ধোনি। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ৭২ বলে ৫৯ রানে অপরাজিত ছিলেন। কেদার ৮৭ বলে ইনিংস সেরা ৮১ রানে খেলছিলেন। বল হাতে এক উইকেট ও ম্যাচজয়ী ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন এই ব্যাটিং অলরাউন্ডার। সূত্র: ক্রিকইনফো এমএ/ ১১:০০/ ০২ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NEeWSW
March 03, 2019 at 05:21AM
02 Mar 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top