সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণ মামলাঃ বেকসুর খালাস অসীমানন্দ সহ ৪ অভিযুক্ত

পঞ্চকুলা, ২০ মার্চঃ সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত চার জনকে বেকসুর খালাস করে দিল পঞ্চকুলার এনআইএ আদালত। বুধবার চার অভিযুক্ত অসীমানন্দ, লোকেশ শর্মা, কমল চৌহান ও রাজিন্দর চৌধুরীকে মুক্তি দিল আদালত। অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ দিতে পারেনি এএনআই। প্রমাণের অভাবে বেকসুর খালাস হল তারা।

২০০৭ সালে ১৮ ফেব্রুয়ারি পানিপথ জেলায় সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয় ৬৮ জনের। ট্রেনটি দিল্লি থেকে পাকিস্তানে যাচ্ছিল। ঘটনাস্থল থেকে দুটি বিস্ফোরকও উদ্ধার করেছিল এনআইএ। চার্জশিটে বলা হয়েছিল, সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণ ঘটিয়ে দেশের ঐক্য, নিরাপত্তা ও সার্বভৌমত্বে আঘাত করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। মন্দিরে সন্ত্রাসবাদীদের হামলার বদলা নিতে চেয়েছিল অভিযুক্তরা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Jqaskc

March 20, 2019 at 08:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top