রায়গঞ্জ, ২ মার্চঃ হাসপাতালের নিরাপত্তারক্ষীর উপর রোগীর পরিবার পরিজনদের হামলার অভিযোগ উঠল। ঘটনায় হাসপাতাল সুপারকে ঘিরে বিক্ষোভ দেখালো নিরাপত্তারক্ষীরা। শনিবার দুপুর দেড়টার নাগাদ হাসপাতাল সুপারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে নিরাপত্তারক্ষীরা। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় রায়গঞ্জ জেলা হাসপাতাল ক্যাম্পাসে। এই বিষয়ে বেসরকারি নিরাপত্তারক্ষীর কর্ণধার জয়ন্ত রায় বলেন, প্রতিদিনই হাসপাতালে ঢোকা নিয়ে নিরাপত্তারক্ষীর ওপর হামলা করেন পরিবার-পরিজনেরা। রোগী দেখার সময় পেরিয়ে গেলেও জোর করে ঢোকার চেষ্টা করেন তাঁরা। সেই সময় বাধা দিতে গেলেই নিরাপত্তারক্ষীদের ওপর চড়াও হয় রোগীর পরিবার পরিজনেরা। তা সত্ত্বেও নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধেই উলটে মামলা করা হয়েছে রায়গঞ্জ থানায়। সেই কারণে হাসপাতাল সুপারকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন নিরাপত্তারক্ষীরা। অবিলম্বে হাসপাতাল সুপারকে পদক্ষেপ নিতে হবে। হাসপাতাল সুপার গৌতম মন্ডল বলেন, নিরাপত্তারক্ষীদের অভিযোগ পেয়েছি। পুলিশকে ডাকা হয়েছে যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করা হবে। এদিকে নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, রায়গঞ্জ থানার আই সি হাসপাতাল ক্যাম্পাসে না আসা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2TqC90f
March 02, 2019 at 05:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন