আন্তর্জাতিক বর্ণ-বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে মানববন্ধন

বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নসহ ৮ দাবীতে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দোলন জেলা শাখার নেতৃবৃন্দ। আন্তর্জাতিক বর্ণ-বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে  সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রায় ঘন্টাব্যাপি চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির সভাপতি  বক্ষ্্রনাথ ঠাকুর বারমা,  উপদেষ্টা এ্যাডভোকেট সাইফুল রেজা,  উপদেষ্টা শাহজামাল মন্ডল, রূপালী রানী চৌধুরী প্রমুখ। এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, জাসদের নেতা মনিরুজ্জামান মনির, সাংবাদিক জাকির হোসেন পিংকু, নাহিদ ইসলাম রাজন।
বক্তারা বলেন, একবিংশ শতাব্দির এই যুগে শুধুমাত্র জন্ম ও পেশাগত পরিচয়ের কারণে এ জনগোষ্ঠির প্রতি বৈষম্য চলে আসছে। কিছু মানুষকে আলাদা করে না রেখে রাষ্ট্র ও সমাজকে মর্যাদার আসনে উন্নীত করার লক্ষ্যে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠির জন্য উপযুক্ত কর্মসূচী গ্রহণ করে শিক্ষিত দলিতদের কর্মক্ষেত্রে নিয়োগের জন্য সরকারের প্রতি নীতিমালা প্রণয়নের দাবী জানান। দলিত জনগোষ্ঠির আবাসন সমস্যা সমাধানে বিশেষ পরিকল্পনা গ্রহনের পাশাপাশি খাস জমি বরাদ্দ আহবান জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০৩-১৯



from Chapainawabganjnews https://ift.tt/2WhVNtb

March 21, 2019 at 07:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top