মানদালা, ০৩ মার্চ- ফিলিপাইন ও স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্তপর্বে উঠেছে বাংলাদেশ। রোববার চীনের বিপক্ষে জয় পেলে বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের। গ্রুপ চ্যাম্পিয়ন হলে বাংলাদেশ চূড়ান্তপর্বে অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে খেলত। কিন্তু ৩-০ গোলে হেরে যাওয়ায় সেই স্বপ্ন ভেস্তে গেল মারিয়াদের। রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে চীনের বিপক্ষে লড়াই করে বাংলাদেশ। মানদালার থিরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হয়। এক ম্যাচ আগেই চূড়ান্তপর্ব নিশ্চিত করে বাংলাদেশ ও চীন। চূড়ান্ত পর্বের খেলা নিশ্চিত হওয়ায় চীনের বিপক্ষে চাপহীন খেলে বাংলাদেশ। গোলের জন্য চেষ্টা করে উল্টো নিজেরাই একে একে তিন গোল খেয়ে বসে মারিয়া মান্ডার নেতৃত্বাধীন দলটি। যোগ্য দল হিসেবেই জয় পেয়েছে ফিফা নারী ফুটবল র্যাংকিংয়ের ১৫ নম্বরে অবস্থানে থাকা চীন। এমএ/ ০৭:০০/ ০৩ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2INCBkU
March 04, 2019 at 01:09AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top