অনেকেই ভেবেছিলেন, এ প্রশ্ন শুনে হয়তো রেগে যাবেন আরবাজ। রিঅ্যাক্ট করবেন প্রকাশ্যেই। কিন্তু প্রশ্ন শোনা পর আরবাজের আচরণে কোনও রাগ ছিল না। তিনি উত্তর না দিয়ে সাংবাদিকদের এড়িয়েও যাননি। শুধু হেসেছেন। নির্দিষ্ট ওই প্রশ্নেরই শুধু উত্তর দেননি, সাংবাদিকদের পরের প্রশ্ন করতে অনুরোধ করেছেন। বলিউড সূত্রে খবর, আগামী এপ্রিলেই গাঁটছড়া বাঁধবেন অর্জুন-মালাইকা। না! নির্দিষ্ট দিন এখনও ঘোষণা করেননি তাঁরা। তবে, শোনা যাচ্ছে, গির্জায় গিয়ে খ্রিস্টান মতে বিয়ে করতে পারেন এই জুটি। মালাইকার বোন অমৃতা আরোরাও শাকিল লাদাককে খ্রিস্টান মতেই বিয়ে করেছিলেন। সম্প্রতি কর্ণ জোহরের শো-এ হাজির হয়েছিলেন মালাইকা। সঙ্গে ছিলেন কিরণ খের এবং বীর দাস। অ্যাওয়ার্ড এপিসোড উপলক্ষ্যে উপস্থিত ছিলেন এই তিন সেলেব। সেখানে কর্ণ জানতে চান, সেরা পুরুষ পারফর্মার কে? কিরণ সঙ্গে সঙ্গে উত্তর দেন, আমি বলব অর্জুন কপূর। তার পরই মালাইকা হেসে বলেন, আমি অর্জুনকে পছন্দ করি। এ ভাবে হোক বা অন্য ভাবে। এর আগে মালাইকা এএম অর্থাত্ তাঁর এবং অর্জুনের নামের আদ্যক্ষর খোদাই করা লকেট পরে প্রকাশ্যে এসেছেন। পার্টি হোক বা ডিনার ডেট বহু বার এক সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন অর্জুন-মালাইকা। এমনকি মিলানে তাঁরা এক সঙ্গে বেড়াতেও গিয়েছিলেন বলে জানা গিয়েছে। এআর/৩১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2CWQ7O7
March 31, 2019 at 11:16PM
31 Mar 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top