বিশ্বনাথে দুটি ট্রান্সফরমার চুরি

55925741_2529630813930150_6269976155588132864_nবিশ্বনাথ  (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে মঙ্গলবার দিবাগত রাতে বিশ্বনাথ-কুরুয়াবাজার সড়ক সংলগ্ন সরুয়ালা গ্রামের বিদ্যুতের খুঁটি থেকে পল্লী বিদ্যুতের সাড়ে ৩৭কেবি ও ২৫কেবি বল্টের দুটি ট্রান্সফরমার চুরি হয়েছে। দুটি ট্রান্সফরমারের বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা বলে জানা গেছে।

এদিকে চুরি হওয়া ট্রান্সফরমার দুটির সাথে সংশ্লিষ্ট থাকা একটি মসজিদসহ প্রায় ৭০জন গ্রাহক বিপাকে পড়েছেন। প্রায় আড়াই লক্ষ টাকা মূল্যের ট্রান্সফরমার দুটি পল্লীবিদ্যুৎ অফিস থেকে এনে পুনঃসংযোগ করতে হলে গ্রাহকদেরকে অর্ধেক মূল্য পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম সামিউল কবির। টাকা পরিশোধ না করা পর্যন্ত এসকল গ্রাহতরা অন্ধকারে থাকতে হবে। এনিয়ে সংশ্লিষ্ট গ্রাহকরা চরম বিপাকে রয়েছেন।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2TGhOjq

March 27, 2019 at 07:49PM
27 Mar 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top