বলিউড তারকাদের মধ্যে ঝগড়া-বিবাদ নতুন নয়। সমালোচকরা বলে থাকেন, বি-টাউনের নায়িকাদের মধ্যে বেশিরভাগের সম্পর্কই নাকি মেকি। দেখা হলে তাঁরা হাসি বিনিময় করেন সত্যি, তবে তা নাকি নিছকই লোক দেখানো ভাববিনিময়। কেউ কেউ তো এমনই চক্ষশূল, আশপাশে আছে জানলে অন্যজন সেদিকে আর পা বাড়ান না। চলুন, জেনে নেওয়া যাক বলিউডের এমনই কিছু আলোচিত কথাযুদ্ধের গল্প : বিপাশা বসু-কারিনা কাপুর খান পাতৌদির নবাব, অভিনেতা সাইফ আলি খানের স্ত্রী কারিনা কাপুর খান বলিউডে বরাবরই ড্রামা কুইন হিসেবে পরিচিত। আর তাঁর সঙ্গে বঙ্গতনয়া বিপাশা বসুর মনোমালিন্যের গুঞ্জন সবার জানা। ঘটনার সূত্রপাত আজনাবি সিনেমার সেটে। আবেদনময়ী লুক আর সারল্যের কারণে সবার নজর থাকত বিপাশার দিকে, সেটাই সহ্য করতে পারতেন না কারিনা। সেটে একবার বিপাশাকে কাল্লি বিল্লি (কালো বিড়াল) ডেকে বসেছিলেন কারিনা। আর চটে যান বিপাশাও। কে-ই বা সহ্য করতে পারবে এই তকমা! ক্যাটরিনা কাইফ-আনুশকা শর্মা আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফের মেকআপ আর্টিস্ট একজনই। লন্ডনে একটি শুট ছিল আনুশকার। তাই ১৫ দিনের জন্য মেকআপম্যানকে তাঁর সঙ্গে নিতে চেয়েছিলেন। সূত্রমতে, সেই খবর জানার পর চটেছিলেন ক্যাটরিনা, যেতে দেননি আনুশকার সঙ্গে। আনুশকাও বেজায় রেগেছিলেন। তবে সব জল্পনার নিকেশ করে এই দুই অভিনেত্রী জিরো সিনেমায় একসঙ্গে কাজ করেন। সোনম কাপুর আহুজা-ঐশ্বরিয়া রায় বচ্চন কান চলচ্চিত্র উৎসবে একই ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে হাজির হয়েছিলেন সোনম কাপুর আহুজা ও ঐশ্বরিয়া রায় বচ্চন। ওই সময় ঐশ্বরিয়াকে আন্টি বলে সম্বোধন করেন সোনম। আর তাতেই ক্ষিপ্ত হয়ে সোনমের সঙ্গে লালগালিচায় হাঁটতে অস্বীকৃতি জানান ঐশ্বরিয়া। এরপর থেকে দুজনই পরস্পরকে এড়িয়ে চলেন। কারিনা কাপুর খান-প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এই দুই তারকার ঝামেলার সূত্রপাত এইতরাজ সিনেমা থেকে। এই সিনেমায় নিবেদিত স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন কারিনা। তবে কাজের জন্য সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছিলেন প্রিয়াঙ্কা। এর পর প্রিয়াঙ্কার ডন সিনেমায় ইয়েহ মেরা দিল ক্যামেও গানে দেখা যায় কারিনাকে, সেখানে আবেদন ছড়ান তিনি। যা হোক, তাঁদের মধ্যে যে শীতল যুদ্ধ চলছিল, তা স্পষ্ট। কফি উইথ করণ-এ একবার কারিনাকে জিজ্ঞেস করা হয় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে কিছু বলতে। কারিনা উত্তর দেন, ইন্ড্রাস্ট্রিতে মিসেস চোপড়ার অস্তিত্ব আছে কি না, তা তাঁর জানা নেই। তবে সম্প্রতি একই শোতে দুজনকে একসঙ্গে দেখা যায়। সোনম কাপুর আহুজা-দীপিকা পাড়ুকোন সোনম ও দীপিকা অনেকের কাছে ফ্যাশন আইকন। একই বছর ওম শান্তি ওম দিয়ে দীপিকা ও সাওয়ারিয়া দিয়ে সোনম বলিউডে পা রাখেন। ওম শান্তি ওম বক্স অফিসে ভালো আয় করে, কিন্তু সাওয়ারিয়া ব্যর্থ হয়। আর এতেই সোনমের ইগোতে আঘাত লাগে। প্রিয়াঙ্কা চোপড়া জোনাস-ক্যাটরিনা কাইফ প্রিয়াঙ্কা আর ক্যাটরিনার ঝামেলার শুরু একই অনুষ্ঠানের শো-স্টপার হওয়া নিয়ে। সেই অনুষ্ঠানে শেষ শো-স্টপার হতে চান ক্যাটরিনা। কিন্তু প্রিয়াঙ্কা মনে করেন, শেষ ঝলক দেখানোটা তাঁরই প্রাপ্য। সেই থেকে মনোমালিন্যের সূত্রপাত। অবশ্য ওই শোতে ক্যাটরিনাই শেষ শো-স্টপার হয়েছিলেন। ঐশ্বরিয়া রায় বচ্চন-রানি মুখার্জি চলতে চলতে সিনেমার আগে এই দুই নায়িকার সম্পর্ক বেশ ভালো ছিল। বলা হয়ে থাকে, এ ছবিতে ঐশ্বরিয়া রায় বচ্চনের অভিনয় করার কথা ছিল। তবে তাঁর জায়গায় নেওয়া হয় রানিকে। এতে চটে যান ঐশ্বরিয়া। তা ছাড়া শাহরুখ খান ও রানির বেশ সুসম্পর্ক ছিল। সেই থেকে এ দুজন দূরত্ব বজায় রাখেন। কঙ্গনা রানাউত-প্রিয়াঙ্কা চোপড়া জোনাস মধুর ভান্ডারকারের ফ্যাশন সিনেমায় কঙ্গনা রানাউত ও প্রিয়াঙ্কা চোপড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন। ছবি মুক্তির আগে সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু মুক্তি পরেই বাধে বিপত্তি। গণমাধ্যমকর্মীরা জিজ্ঞেস করেন, এই সিনেমার লিড নায়িকা কে? প্রিয়াঙ্কা বলেন, তিনি প্রধান, কঙ্গনা নন। প্রিয়াঙ্কার বিবৃতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান কঙ্গনা। যা হোক, সেসব জলাঞ্জলি দিয়ে ইদানীং এ দুজনের ভালোই বন্ধুত্ব। সূত্র : বলিউড বাবল আর/০৮:১৪/২৭ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2uwrRxn
March 27, 2019 at 05:05PM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তুর্কি সিরিজ আরতুগ্রুলে মজেছেন ভারতের মুসলিমরা
07 Oct 20200টিমুসলিম বিশ্বে দারুণভাবে সাড়া ফেলে তুরস্কের টিভি সিরিজ দিরিলিস: আরতুগ্রুল। এখন কাশ্মীরসহ ভারতের মুসলি...আরও পড়ুন »
আবারো ভাইরাল শাহরুখকন্যার ছবি
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- উষ্ণতায় ভরা চোখ ঝলসানো ছবি শেয়ার করে ফের ভাইরাল হলেন বলিউড বাদশাহর কন্যা সুহানা ...আরও পড়ুন »
এবার সুশান্ত-ভক্তের আত্মহত্যার হুমকি
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় চারমাস পার হলেও এখন পর্যন্ত তা...আরও পড়ুন »
প্রায় একমাস পর জামিন পেলেন রিয়া চক্রবর্তী
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- ৯ দিন জেলে কাটিয়ে অবশেষে জামিন পেলেন সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্...আরও পড়ুন »
কাজলের বাগদান সম্পন্ন, বিয়ের পিঁড়িতে বসছেন ৩০ অক্টোবর
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- তামিল, তেলেগু ও হিন্দি ছবির জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়ালের বিয়ের গুঞ্জন শোনা ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.