ইথিওপিয়া বিমান দুর্ঘটনাঃ বোইং-এর কাছে তথ্য চাইল ডিজিসিএ

নয়াদিল্লি, ১১ মার্চঃ ইথিওপিয়া এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার জের। ৭৩৭ ম্যাক্স-এর বিমান সম্পর্কে বোইং কোম্পানির কাছ থেকে তথ্য চেয়ে পাঠিয়েছে ডিজিসিএ (ডিরেক্টর জেনেরাল অফ সিভিল অ্যাভিয়েশন)। রবিবার ইথিওপিয়া এয়ারলাইন্সের একটি বিমান নাইরোবি যাওয়ার পথে ভেঙে পড়ে। মৃত্যু হয় ১৫৭ জনের। মৃতদের মধ্যে চারজন ভারতীয়ও রয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি বোয়িং কম্পানির ৭৩৭ ম্যাক্স মডেলের। এদেশে জেট এয়ারওয়েজ, স্পাইসজেট এই মডেলের বিমান চালায়। তাই বোয়িং কম্পানির কাছ থেকে ওই মডেল সংক্রান্ত সমস্ত তথ্য চেয়ে পাঠিয়েছে ডিজিসিএ। এদিকে, চিনের অসামরিক বিমান পরিষেবামন্ত্রক বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের আটটি বিমানের উড়ান স্থগিত রেখেছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NYie3n

March 11, 2019 at 01:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top