ঢাকা, ২৮ মার্চ- ছোট পর্দার অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। বখাটে শর্ট ফিল্মে অভিনয় করে দারুণ সাড়া ফেলেছেন এই অভিনেত্রী। তাছাড়া মডেলিংয়ে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। নাচে উজাড় করেছেন অসংখ্য ভক্তের মন। এদিকে, সম্প্রতিই তার সমসাময়িক অনেকেই বসেছেন বিয়ের পিঁড়িতে। আর তাই কবে বিয়ে করছেন টয়া? এমন প্রশ্নের জবাবে কয়েকদিন আগে তিনি জানান, এবছরই বিয়ে করবেন তিনি। তবে যার সঙ্গে বিয়ে হবে, তিনি মিডিয়ার কেউ নন। সম্পর্কটা অনেক দিনের। বিয়েটা যেন পারিবারিকভাবেই হয়, তার জন্য দুজনই অপেক্ষা করছে। তবে এবার জানালেন একটু ভিন্ন খবর। বিয়ে করছেন বটে এ অভিনেত্রী তবে বদলেছে তাদের বিয়ের সময়। জানালেন, দুই পরিবারের জন্য আরেকটু সময় দরকার। এরইমধ্যে পারিবারিকভাবে কথার আদান-প্রদান হয়েছে। আর তাই আসছে বছর নিশ্চিত বিয়ের পিঁড়িতে বসবেন এ অভিনেত্রী। টয়া বললেন, সবকিছু গুছিয়ে আনতে কিছুটা সময় লেগেছে। দুই পরিবারেই চলছে বিয়ের প্রস্তুতি। তাই চলতি বছরের শেষে বিয়ে নিয়ে ভাবা হলেও আগামী বছরের শুরুতে বিয়ে হবে। বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হলেই আমি আনুষ্ঠানিকভাবে সবার সামনে তাকে (প্রেমিক) পরিচয় করিয়ে দিবো। বর্তমানে এ অভিনেত্রী ব্যস্ত রয়েছেন ঈদের বেশ কিছু নাটকের কাজে নিয়ে। এছাড়াও ওয়েব সিরিজ ও ওয়েব নাটকে দেখা মিলবে এই অভিনেত্রীকে। এন এ/ ২৮ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2HLAbC0
March 28, 2019 at 11:23PM
28 Mar 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top