ঢাকা, ১৫ মার্চ- নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের একটি মসজিদে সন্ত্রাসী হামলায় ৪৯ জন মুসল্লি নিহত হয়েছেন। ঘটনা শুরু হওয়ার ৩-৪ মিনিট পর ওই মসজিদে গিয়েছিল নিউইজিল্যান্ড সফররত বাংলাদেশ দল! তবে এক নারীর নিষেধ শুনে সবাই দৌঁঁড়ে পালিয়ে বেঁচেছিল। সারাবিশ্ব এই নৃশংস হামলার নিন্দা জানাচ্ছে। নিন্দা জানিয়েছেন টাইগার ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। অধিনায়ক এবং সংসদ সদস্য মাশরাফি আজ সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেছেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় দুজন বাংলাদেশিসহ বহু মানুষের নিহত হওয়ার খবর পাচ্ছি! আমি এমন সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। তিনি আরও লিখেন, ঘটনাটি শোনার পর থেকে আমাদের ক্রিকেটারদের নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম। আল্লাহর অশেষ রহমতে আমাদের ক্রিকেটাররা বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছেন। তারা নিরাপদে আছেন। শুক্রবার জুমার নামাজ পড়তে আর একটু আগে মসজিদে গেলে শোকাবহ পরিস্থিতি তৈরি হতে পারতো! আল্লাহ সহায় হয়েছেন। আশা করছি, আমাদের ক্রিকেটাররা দ্রুতই নিরাপদে দেশে ফিরে আসবেন। এমএ/ ১১:০০/ ১৫ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2O8u0Zg
March 16, 2019 at 05:06AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top