মুম্বাই, ১৭ মার্চ- ভারতের বলিউড সেরা তারকা সাইফ আলি খান জীবনের অনেকাংশেই কাটিয়েছে নারীসেঙ্গের মাধ্যমে। বি-টাউনে তার দীর্ঘপথ পাড়ি দেয়া এ সুদর্শন প্রেম করেতেন স্ত্রীর কন্যার কথা গোপন করে। আর এজন্য পেশাগত জীবনের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার খবরের শিরোনাম হয়েছে এই অভিনেতা। জানা গেছে নিজের থেকে অনেক বয়সী বড় অমৃতা সিংকে বিয়ে করেন সাইফ আলি খান, তাদের ঘরে দুই সন্তান সারা আলি খান ও ইব্রাহিম আলি খান।অমৃতার সঙ্গে বিচ্ছেদের পর কারিনা কাপুরের প্রেমে পড়েন সাইফ। কিন্তু আরো একটি দিক ছিল সাইফের জীবনে। খুব কম মানুষই জানেন, অমৃতা সিং ও কারিনা কাপুর ছাড়াও আরেক নারী এসেছিলেন সাইফের জীবনে। তিনি হলেন সুইডেন বংশোদ্ভূত ইতালির মডেল রোজা কাতালানো। কেনিয়ায় শুটিং চলাকালে সাক্ষাৎ হয় রোজা ও সাইফের। দ্রুতই একে অপরের প্রতি আকর্ষিত হন তারা। এরপর বিভিন্ন পার্টি, অ্যাওয়ার্ড শো, ইভেন্ট, ফটোশুটে একসঙ্গে দেখা যেত এ যুগলকে। সাইফের সঙ্গে তখন সদ্য বিচ্ছেদ হয়েছে অমৃতার। আর এ কারণে বেশ স্বাধীনতা অনুভব করতেন তিনি। যা হোক, খুব বেশিদিন স্থায়ী হয়নি রোজা ও সাইফের প্রেম। এক সাক্ষাৎকারে রোজা জানিয়েছিলেন, সাইফের বিবাহিত জীবন, অমৃতা সিংয়ের অস্তিত্ব, দুই সন্তান সারা ও ইব্রাহিম এবং ডিভোর্সএসব সম্পর্কে কিছুই জানতেনই না তিনি। এই সুপারমডেল আরো জানান, তিনি এসব সম্পর্কে অবগত হয়েছিলেন শুধু ভারতে থাকার সময়। এর আগে সবকিছুই তাঁর কাছে লুকিয়েছিলেন সাইফ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সাইফের ছেলেমেয়ের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ আচরণ করেন রোজা কাতালানো। তবে ছাড়াছাড়ি হয়ে যায় তাঁদের। বাচ্চাদের সংস্পর্শে আসার পরেই নাকি কঠিন মুহূর্তের ভেতর দিয়ে যান রোজা। জনপ্রিয় সাময়িকী কসমোপলিটনকে রোজা বলেছিলেন, নিজেকেই জিজ্ঞেস করতাম কেন, কীভাবে এসব ঘটে গেল? রোজা এ-ও বলেছিলেন, একজন মানুষ একা কিছুই করতে পারে না, যদি না দুই পক্ষ থেকে ব্যাপারগুলো আসে। কিছু করতে হলে তো দুজনকে লাগবে। অন্যথায় এটা হবে নৌকায় বসা দুজনের মতো একজন ডানদিকে যেতে চাইছে, অন্যজন বামদিকে। যা হোক, পরে কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ আলি খান। তাদের ঘর আলো করে আছে দুই বছরের ছোট্ট তৈমুর আলি খান। ওদিকে, সাইফ-অমৃতার কন্যা সারা আলি খান গেল ডিসেম্বরে কেদারনাথ ও সিম্বা দিয়ে বলিউডে পা রেখেছেন। অল্প সময়ের মধ্যেই তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন ২৩ বছরের এ সুন্দরী। সূত্র : ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস এন এ / ১৭ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2F7zHTb
March 17, 2019 at 04:25PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন