কলকাতা, ২৯ মার্চ- আমি জীবন দিতে রাজি আছি কিন্তু দেশ ভাগ হতে দেবো না। নিজের মানুষদের ভাগ হতে দেবো না।-এমন বক্তব্য দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় কোলকাতার কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে হোলি মিলনোৎসবে ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন। মমতা বলেন, ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে ভাগাভাগি এর আগে কখনো দেখিনি। সবাইকে সম্মান দেয়াই আমাদের ঐতিহ্য, আমরা সব ধর্মকে সমান ভাবে শ্রদ্ধা করি এবং সব ধর্মের উৎসব পালন করি। উৎসব সকলের জন্য। সকল ধর্মীয় উৎসব উপলক্ষে আমরা ছুটি দিই। কারণ আমরা প্রত্যেক ধর্মকে শ্রদ্ধা করি। কখনো আমি মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করিনি। তিনি বলেন, বাংলায় সব ধর্মের মানুষ বসবাস করে এবং অন্যান্য রাজ্যের তুলনায় তারা বাংলায় অনেক ভালো আছেন। এখানে সহিষ্ণুতা আছে বলেই অন্য রাজ্যের মানুষরা ভালোভাবে থাকতে পারছেন। বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, ধর্মকে রাজনীতির সঙ্গে গোলানো হয়েছে। আপনারা রামের নাম করে নির্বাচন করেন অথচ পাঁচ বছরে একটা রাম মন্দির বানাতে পারেননি। আমরা ভোটের রাজনীতি করি না, আমরা রাম, রহিম সকলের সঙ্গেই আছি। সব ধর্মের মানুষ একসাথে এক পরিবারের মতো। সকলের প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা থাকতে হবে। সবাইকে একসঙ্গে নিয়ে চলাই আমাদের কাজ। যিনি দেশের সবাইকে ভালোবাসেন, তিনি দেশের নেতা। তাকে সবাই ভালোবাসে। আমরা নিজের ধর্ম যেমন পালন করি, তেমনই অন্যের ধর্মকে সম্মান করি বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন। সূত্র: একুশে টিভি আর এস/ ২৯ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2THACyV
March 29, 2019 at 11:16PM
29 Mar 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top