মুম্বাই, ৩১ মার্চ- আমির খান মানেই হিট ছবি। আমির খান মানেই চরিত্রের বৈচিত্র্যতা। আর চরিত্রের প্রয়োজনে নিজেকে ভাঙতে কখনও কার্পণ্য করেন না মিস্টার পারফেকশনিস্ট। অতীতে বহু ছবিতে এর প্রমাণ পাওয়া গেছে। এর আগে পিকে, গজনী, ধুম থ্রি, এবং দঙ্গল সিনেমায় আমিরের রূপের অস্বাভাবিক পরিবর্তন নিশ্চয়ই মনে পড়ছে। এসব কালজয়ী চরিত্রে নিজেকে যুঁতসই করে তুলতে আমির প্রচুর পরিশ্রম করেছিলেন। এবার আরও একটি নতুন চরিত্রে দেখা যাবে বলিউড সুপারস্টারকে। অস্কার জয়ী অভিনেতা টম হ্যাংক্স অভিনীত ফরেস্ট গাম্প (১৯৯৪) সিনেমার রিমেকে অভিনয় করবেন তিনি। ছবিটি পরিচালনা করছেন অদ্বৈত চন্দন। ছবিটির হিন্দি ভার্সনের নাম দেয়া হয়েছে লাল সিং চাড্ডা। এতে একেবারে রোগা একজন ব্যক্তি হিসেবে হাজির হবেন আমির। আর তাই সিনেমাটির প্রয়োজনে নিজের ২০ কেজি ওজন কমাবেন বলে জানিয়েছিলেন আমির। এরই মধ্যে নিজের ওজন কমানোর প্রক্রিয়াও শুরু করে দিয়েছেন তিনি। এই ওজন কমাতে ছয় মাস সময় লাগবে তার। ভারতের প্রখ্যাত পুষ্টিবিদ ধুরন্ধরের তত্ত্বাবধানে আমির শরীরের রূপান্তর কাজ শুরু করছেন। এর আগে দঙ্গল সিনেমার জন্য এই একই ব্যক্তির অধীনে ছিলেন তিনি। ২০২০ সাল নাগাদ ছবিটির কাজ শেষ হবে। আর এস/ ৩১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2U8aO48
March 31, 2019 at 05:46PM
31 Mar 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top