কলকাতা, ০৪ মার্চ- লোকসভা নির্বাচনে এমনি কথার কথা নয়, রাজ্যে সবকটি আসনে জিততে চাইছে তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্য বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই লক্ষ্য পূরণ করতে প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এদিন ১২ জনের কমিটি গড়ে দিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এঁরাই লক্ষ্য পূরণের প্রধান কারিগর হবেন। ১২ জনের কমিটি এই কমিটিতে রয়েছেন - সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, মলয় ঘটক, জ্যোতিপ্রিয় মল্লিক, সুব্রত মুখোপাধ্যায় ও ডেরেক ওব্রায়েন। নেতৃত্বে এঁরাই প্রার্থী বাছাই থেকে শুরু করে প্রচারের যাবতীয় দায়িত্ব এই ১২ জন কাঁধে তুলে নেবেন। এছাড়া দলনেত্রীর পরামর্শ তো থাকছেই। সবমিলিয়ে এই নক্ষত্ররাই দলকে লোকসভা ভোটে পথ দেখাবেন। অপপ্রচারের বিরুদ্ধে প্রচার এদিন পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, পরীক্ষা মিটে যাওয়ার পরই বড় আকারে প্রচার হবে। রাজ্যে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের কথাই মানুষকে জানিয়ে প্রচার শুরু হবে। এছাড়া বিজেপির অপপ্রচারের বিরুদ্ধেও প্রচার চালানো হবে। রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চলছে। তার বিরুদ্ধে শাসক দল প্রচার করে ভোট চাইবে বলে জানানো হয়েছে। এমএ/ ০১:২২/ ০৪ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2CcEdzh
March 04, 2019 at 07:33AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন