ঢাকা, ২০ মার্চ- টিভি অভিনেত্রী, ও মডেল তারিন। অনেকেই শৈশব-কৈশোরে ছুটে যান গানের মাস্টারের কাছে। বিবাহিত নারীদের গানের প্রতিযোগিতা সুপার সিঙ্গারএ বিচারক হিসেবে এবার দেখা যাবে তারিনকে। অনেকেই শৈশব-কৈশোরে ছুটে যান গানের মাস্টারের কাছে। বেশ আগ্রহ ও মনযোগ দিয়ে তালিম নেন গানে গানে একদিন দেশ মাতাবেন বলে। কিন্তু হঠাৎ বিয়ে পাল্টে দেয় সব স্বপ্ন ও পরিকল্পনা। সাংসারিক ব্যস্ততায় হারিয়ে যায় গায়িকা হবার রঙিন স্বপ্নটি। তাদের সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই এই আয়োজন। সুপার সিঙ্গার নামে গৃহিণীদের লড়াইয়ের এই অনুষ্ঠানে বিচারক হিসেবে তারিনের পাশাপাশি বিচারক হিসেবে থাকবেন সোলস ব্যান্ড খ্যাত গায়ক পার্থ বড়ুয়া এবং কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। অভিনব আইডিয়ার এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে সিলন চা। এখন চলছে প্রতিযোগিতাটির নিবন্ধন পর্ব। কিছুদিনের মধ্যেই এটি প্রচার হবে এনটিভিতে। আয়োজক সূত্র জানিয়েছে, এই আসরের বিজয়ী গৃহিণী পাবেন ২০ লাখ টাকা। আর প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপের হাতে উঠবে যথাক্রমে ১০ লাখ ও ৫ লাখ টাকা। ২০ থেকে ৫০ বছর বয়সী বিবাহিত নারীরাই এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এরইমধ্যে শুরু হয়েছে নিবন্ধন। এটি চলবে আগামী ২৫ মার্চ পর্যন্ত। আর/০৮:১৪/২০ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2FmGYQc
March 20, 2019 at 08:07PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.