ওয়েলিংটন, ০৬ মার্চ- ইনজুরির কারণে হ্যামিল্টনে খেলতে পারেননি দেশের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সিরিজের প্রথম টেস্টে ডানহাতি এই ব্যাটসম্যানের অভাবটা বেশ ভালোভাবেই টের পেয়েছে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় টেস্টেও তাকে নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। বুধবার অনুশীলন শেষে বাংলাদেশ দলের কোচ স্টিড রোডস জানান, দ্বিতীয় ম্যাচের একাদশে মুশফিকের ফেরার নিশ্চয়তা নেই। নিউজিল্যান্ডের আগের সফরে এই ওয়েলিংটনে সাকিব আল হাসানের সঙ্গে ৩৫৯ রানে জুটি গড়েছিলেন মুশফিক। ইনজুরির কারণে সাকিব ছিটকে গেছেন আগেই। মুশফিকও রয়েছেন একই পথে। তাই কিছুটা চিন্তিত টাইগার কোচ, ইনজুরিতে পড়ার পর আজই (বুধবার) প্রথম অনুশীলন করেছে মুশফিক। ব্যাট করতে গেলে আঘাত পাওয়া জায়গায় ব্যথ্যা অনুভব করছে সে। দ্বিতীয় ম্যাচে না হলেও তৃতীয় ম্যাচে খেলবে সে। এদিকে, ওয়েলিংটনে প্রথম দিনের অনুশীলনে ব্যথা পেয়েছিলেন তামিম ইকবাল। তবে সেটা গুরুতর নয় বলে দাবি করেছেন স্টিভ রোডস। আগামী শুক্রবার ভোর চারটায় দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এইচ/১৯:৫০/০৬ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2H01jNi
March 07, 2019 at 01:53AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top