বিজেপি নাম লেখালেন জয়া প্রদা, লড়বেন আজম খানের বিরুদ্ধে

নয়াদিল্লি, ২৬ মার্চঃ ভোটের আর মাত্র বাকি দু’সপ্তাহ। এমন সময়ে বিজেপিতে নাম বিজেপিতে নাম লেখালেন বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী জয়া প্রদা। তিনি লড়বেন রামপুর কেন্দ্রে সমাজবাদী পার্টির প্রার্থী আজম খানের বিরুদ্ধে। মঙ্গলবার উত্তরপ্রদেশের ২৯ কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি।

আজ বিজেপিতে যোগ দিলেও রাজনীতিতে অনেকদিন আগে থেকেই তিনি সক্রিয়। ১৯৯৪ সালে তেলেগু দেশম পার্টির সদস্য হিসেবে রাজনীতিতে অভিষেক ঘটে তাঁর। চন্দ্রবাবু নাইডুর সঙ্গে মতবিরোধের জেরে তিনি টিডিপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দেন। কিন্তু পরে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। সপায় থাকাকালীন আজম খানের বিরুদ্ধে হেনস্থা ও হুমকির অভিযোগ এনেছিলেন জয়া।
এ ছাড়া সুলতানপুর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন মানেকা গান্ধি। পিলভিট কেন্দ্রে তাঁর ছেলে বরুণকে প্রার্থী করা হয়েছে। এলাহাবাদ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন রীতা বহুগুনা যোশী। কানপুর কেন্দ্রে লড়বেন সত্যদেব পচৌরি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2CEGUJM

March 26, 2019 at 10:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top