ঢাকা, ২৩ মার্চ- গেল বৃহস্পতিবার হঠাৎ করে গুঞ্জন ছড়ায়, শুক্রবার বিয়ে করছেন বাংলাদেশ পেস সেনসেশন মোস্তাফিজুর রহমান। অবশেষে গুঞ্জনটাকে সত্য প্রমাণিত করে নির্ধারিত দিনেই বিয়ের পিঁড়িতে বসেন তিনি। কিন্তু কেন চটজলদি এ বিয়ে? এ নিয়ে কৌতুহলের শেষ ছিল না ভক্ত-সমর্থকদের। তাদের চাহিদা নিবৃত্ত করতে নেপথ্য কারণও জানালেন মোস্তাফিজের মেজো ভাই মাহফুজুর রহমান। তিনি জানিয়েছেন, মায়ের সিদ্ধান্তেই এভাবে হুট করে বিয়ের আয়োজন ২৩ বছর বয়সী বাঁহাতি পেসারের। আরেকটি কারণ ক্রাইস্টচার্চ হামলায় তার ভীষণ ঘাবড়ে যাওয়া। গেল ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদ আল নূরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৪১ জন নিহত হন। আহত হন প্রায় ২৫-৩০ জন। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাংলাদেশ ক্রিকেটাররা। ওই মসজিদেই জুমার নামাজ আদায় করতে গিয়েছিলেন তারা। মৃত্যুর খুব কাছে থেকে ফিরে ঘাবড়ে যান টাইগাররা। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তারা। সিরিজ অসম্পূর্ণ রেখে পরের দিন রাতে নিরাপদে দেশে ফেরেন ওরা। দেশে ফিরেই সাতক্ষীরায় নিজ গ্রামের বাড়িতে ছুটে যান মোস্তাফিজ। ২২ মার্চ শুভবিবাহ সম্পন্ন করেন। কনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মনোবিজ্ঞান প্রথম বর্ষের শিক্ষার্থী। নাম সামিয়া পারভীন শিমু। ফিজের নিকট-আত্মীয়। সম্পর্কে মামাতো বোন। মাহফুজুর রহমান মিঠু বলেন, নিউজিল্যান্ডে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হওয়ার পর খুব ঘাবড়ে গিয়েছিল মোস্তাফিজ। সেজন্য আমরা ঠিক করি তাকে বিয়ে করাবো। এটা আমাদের মায়ের সিদ্ধান্ত ছিল। তাই শুভকাজটি সেরে ফেললাম। বিশ্বকাপের পর বিবাহ পরবর্তী অনুষ্ঠান করা হবে। আর/০৮:১৪/২৩ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2umrhSS
March 23, 2019 at 03:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top