ঢাকা, ১৬ মার্চ- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাজিরার জন্য তাকে নেওয়া হচ্ছে নিম্ন আদালতে। এর আগে বেসরকারি একটি টেলিভিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অসত্য এবং কটূক্তির অভিযোগে মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন মুখ্য মহানগর হাকিমের আদালত। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অসত্য বক্তব্য দেওয়ার অভিযোগে স্বপ্রণোদিত হয়ে মাহফুজা আক্তার কিরণকে প্রধান আসামী করে মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে মামলা করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্থায়ী সদস্য আবু হাসান চৌধুরী প্রিন্স। শুনানি শেষে ১৯ নম্বর আদালতে বিচারক শারাফুজ্জামান আনসারী মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। সূত্র: বাংলা ইনসাইডার এমএ/ ০৪:২২/ ১৬ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Tcjkto
March 16, 2019 at 10:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top