বলিউডের ড্রিমগার্লখ্যাত অভিনেত্রী হেমা মালিনী। অভিনেত্রীর বাইরেও রয়েছে তার আরেক পরিচয়। ভারতের উত্তর প্রদেশের মথুরার সাংসদ তিনি। ২০০৩ সালে রাজনীতির ময়দানে হেমার পা রাখার পর অটলবিহারী বাজপেয়ী তাকে রাজ্যসভার প্রার্থী হিসাবে মনোনীত করেন। পরে ২০১০ সালে দলের সাধারণ সম্পাদক হন । অভিনেত্রী এবং রাজনৈতিক নেত্রী হেমা মালিনীর বর্তমান সম্পত্তির পরিমান কত জানেন? সম্প্রতি দেশে-বিদেশে কোথায় কার কী পরিমাণ সম্পত্তি রয়েছে, ভোটে লড়তে গেলে প্রার্থীদের তার খুঁটিনাটি হলফনামা দিয়ে নির্বাচন কমিশনকে জানাতে বলা হয়েছে ভরতে। আসন্ন লোকসভা ভোটে দাঁড়াতেই এই নিয়ম। সেই হলফনামাতেই জানা গেলো হেমা মালিনীর মোট সম্পত্তির পরিমান ও গত পাঁচ বছরে তার সম্পত্তি বাড়ার পরিমাণ। হেমা মালিনীর বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় ১০১ কোটি। গত পাঁচ বছরে তাঁর সম্পত্তি বৃদ্ধি হয়েছে প্রায় ৩৪.৪৬ কোটি টাকা। নির্বাচন কমিশনকে দেওয়া তার সাম্প্রতিক হলফনামায় দেখা গেছে ২০১৪ সালের নির্বাচনের সময় তার সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ৬৬ কোটি। চলতি বছরে বাংলো, বিলাসবহুল গাড়ি, গয়না এবং নগদ মিলিয়ে সেটা দাঁড়িয়েছে প্রায় ১০১ কোটিতে। দ্য ওয়াল খবরে প্রকাশিত নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, শুধু সম্পত্তির হলফনামা পেশ নয়, একই সঙ্গে প্রার্থীকে জমা দিতে হবে বিগত পাঁচ বছরের আয়করের রিটার্নও। হেমার ক্ষেত্রে সেখানেও দেখা গেছে চমক। ২০১৩-১৪ সালে তাঁর আয় হয়েছিল ১৫.৯৩ লক্ষ, এর পর থেকে সেটা বদলে যায় কোটিতে। ২০১৪-১৫ তে ৩.১২ কোটি, ২০১৫-১৬ তে ১.১৯ কটি, ২০১৬-১৭তে ৪.৩০ কোটি এবং ২০১৭-১৮ সালে ১.১৯ কোটি। শুধু হেমা নন, তাঁর স্বামী অভিনেতা ধর্মেন্দ্রর সম্পত্তিও বেড়েছে পাল্লা দিয়ে। আয়কর রিটার্নের নথিতে স্পষ্ট গত পাঁচ বছরে দুজনেরই মোট আয় হয়েছে ১০ কোটি টাকা করে। এমএ/ ০৪:২২/ ২৭ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2CE2YEE
March 27, 2019 at 10:51PM
27 Mar 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top