টরন্টো, ১৭ মার্চ- দীর্ঘ ৮ মাসের দেখাদেখি, জানা-শোনার পর শুক্রবার (১৫ মার্চ) পারিবারিকভাবে কানাডা প্রবাসী আলোকচিত্রী নুরুল ইসলামের সাথে বাগদান সারলেন সঙ্গীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। আগামী ২০ মার্চ (বুধবার) হবে বিয়ের আনুষ্ঠানিকতা। এ প্রসঙ্গে পুতুল বলেন, ৮ মাস আগে থেকেই পারিবারিকভাবে আমাদের বিয়ে নিয়ে কথাবার্তা হয়ে আসছে। আমার সঙ্গে সরাসরি দেখা না হলেও ফোনে কথা হতো। যে কারণে তার সম্পর্কে ভালোভাবে জানার সুযোগ হয়েছে। তিনিও আমাকে জেনেছেন। বাগদানের দিন (১৫ মার্চ) আমাদের প্রথম দেখা হয়। পুতুল আরও বলেন, নুরুল ইসলাম কানাডার একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। পাশাপাশি সেখানে তার ওয়েডিং ফটোগ্রাফি এজেন্সি নামক নিজস্ব একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সবচেয়ে বড় কথা হলো- তিনি খুব সাধারণ একজন মানুষ। যে সাধারণে আমি এবং আমার পরিবার অসাধারণ কিছু পেয়েছে। এদিকে বিয়ের দিন দর্শক-শ্রোতাদের নতুন গান উপহার দিচ্ছেন পুতুল। ঐদিন রাতে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন সময়ের কাছে মিনতি শিরোনামের গানটি। এর কথা, সুর-সঙ্গীত পুতুলেরই করা। ক্লোজআপ ওয়ান ২০০৬ প্রতিযোগিতার মাধ্যমে শিল্পী স্বীকৃতি পান পুতুল। এরপর থেকে পাঁচটি একক অ্যালবামের পাশাপাশি বেশকিছু একক গান প্রকাশ করেছেন তিনি। যুক্ত আছেন লেখালেখির সঙ্গেও। কবিতা ও উপন্যাস মিলিয়ে এখন পর্যন্ত তার চারিটি গ্রন্থ প্রকাশ পেয়েছে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2UFM13H
March 18, 2019 at 08:23AM
18 Mar 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top