গোয়ার নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রমোদ সাওয়ান্ত?

পানাজি, ১৮ মার্চঃ মনোহর পারিকারের মৃত্যুর সঙ্গে সঙ্গে জটিল হয়ে উঠেছে গোয়ার রাজনৈতিক পরিস্থিতি। সূত্রের খবর, গোয়ার মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন বিজেপি-র প্রমোদ সাওয়ান্ত। এছাড়াও উপমুখ্যমন্ত্রীর পদে বসতে পারেন বিজেপি-র দুই শরিকদল মহারাষ্ট্র গোমন্তক পার্টি ও গোয়া ফরোয়ার্ড পার্টি-র থেকে দু’জন নেতা।

দীর্ঘদিন অগ্ন্যাশয়ের অসুখে ভুগে রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনোহর পারিকার। তাঁর মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই গোয়ায় সরকার গঠনের দাবি জানায় কংগ্রেস। রাজ্যপাল মৃদুলা সিনহার কাছে চিঠিও পাঠায় তারা।

মুখ্যমন্ত্রী হিসেবে প্রমোদ সাওয়ান্তের নাম উঠে এলেও গোয়ায় বিজেপি প্রধান বিনয় তেন্ডুলকর বলেন, ‘এরকম অনেকের নামই উঠে আসছে। আমার নামও উঠেছে। তবে কে মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে সোমবার রাতে বিধায়কদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Cqsq0l

March 18, 2019 at 10:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top