প্রয়াত চিন্ময় রায়

কলকাতা, ১৮ মার্চঃ প্রয়াত হলেন বিশিষ্ট অভিনেতা চিন্ময় রায়। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ সল্টলেকে নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর।
স্ত্রী, অভিনেত্রী জুঁই বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণের পরই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন চিন্ময় রায়। মাঝে দুর্ঘটনায় পা ভেঙে যায়। ছেলে শঙ্খ রায় জানিয়েছেন, রবিবার রাতে খাবার খাওয়ার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি।
১৯৪০ সালের ১৬ জানুয়ারি বর্তমান বাংলাদেশের জন্ম কুমিল্লায় জন্ম চিন্ময় রায়ের। তপন সিংহের ‘গল্প হলেও সত্যি’, সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’-সহ অসংখ্য ছবিতে কাজ করেছেন তিনি। বাংলা সিনেমা জগতে তিনি ছিলেন ‘হাসির রাজা’ নামেই পরিচিত। বসন্তবিলাপ ছবিতে তাঁর ‘একবার বলো, তুমি উত্তমকুমার’ সংলাপ বাংলা চলচ্চিত্রে ইতিহাস। তাঁর এই প্রয়াণ বাংলা চলচ্চিত্র জগতের কাছে এক অপূরণীয় ক্ষতি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ucdQ83

March 18, 2019 at 12:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top