কলকাতা, ১২ মার্চ- সিলভার স্ক্রিন থেকে সরাসরি রাজনীতির আঙিনায় অভিষেক হয়েছে মিমি চক্রবর্তী। মঙ্গলবার লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। আর ওই তালিকায় নজর কেড়েছে মিমি চক্রবর্তী ও নুসরত জাহানের নাম। যাদবপুরের মতো কেন্দ্রে প্রার্থী হয়েছেন মিমি। জি ২৪ ঘণ্টাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্কারে অভিনেত্রী বলেন,আমি কোনও সময় সব কিছু আগে থেকে পরিকল্পনা এগোই না। যেদিকে স্রোতে নিয়ে চলে, সে দিকেই চলি। অভিনয়জীবন থেকে রাজনীতিতে প্রবেশ। কী ভাবছেন? মিমির জবাব, যেভাবে দিদি সবার পাশে ছিলেন, সবার সঙ্গে ছিলেন, সেভাবেই চলব। দিদির কাছে কৃতজ্ঞ। ভোটারদের মিমির বার্তা, হাতজোড় করে বলব, এতদিন আশীর্বাদের হাত মাথায় ছিল। আমার কাজ ভালবেসেছেন। সবাইকে বলব, বিশ্বাস রাখুন পাশে থাকুন। একটা সুযোগ দিন। যাদবপুর কেন্দ্র থেকে সংসদীয় রাজনীতির আঙিনায় পা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর রাজনৈতিক স্পর্শকাতর এলাকা। কতটা কঠিন লড়াই? মিমির আত্মবিশ্বাসী জবাব, কঠিন-সহজ ভাবছি না। জীবনের নতুন যাত্রা। লোকের পাশে থাকতে চাই। লোকের জন্য কাজ করতে চাই। বসিরহাট থেকে তৃণমূল প্রার্থী হয়েছেন আর এক অভিনেত্রী নুসরত জাহান।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2XTUuST
March 13, 2019 at 06:02AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন