ঢাকা, ০৮ মার্চ- নারীই মানুষের জন্ম দিয়ে, মানব জাতিকে টিকিয়ে রাখে এবং শিক্ষিত মায়েরাই সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তোলেন বলে মন্তব্য করেছেন একুশে পদক জয়ী অভিনয়শিল্পী ও সাংসদ সুবর্ণা মুস্তাফা। সংসদ সদস্য হিসেবে মানুষের জন্য কিছু করার চেষ্টা করবেন জানিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, শুধু নারীদের জন্যই নয় দেশের পিছিয়ে পড়া প্রতিটি মানুষের জীবন-মান উন্নত করতে ভূমিকা রাখতে চাই। তিনি আরও বলেন, অভিনয় দিয়েই দর্শকদের ভালোবাসা পেয়েছি। দেশের মানুষ ও রাষ্ট্রের সম্মানের সঙ্গে সঙ্গে সাংসদ হিসেবে শপথ নেয়ার পর, দায়িত্ব বেড়ে গেল। একজন আইন প্রণেতা হিসেবে সংসদে মানুষের পক্ষে কথা বলতে চাই। নারী শিক্ষার জন্য কাজ করতে চাই। সুবর্ণা মুস্তাফা ২ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা গুণী অভিনেতা গোলাম মুস্তাফা। সুবর্ণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেন। অসংখ টিভি নাটক, সিনেমার পাশাপাশি টানা ২৫ বছরের বেশি সময় তিনি কাজ করেছেন মঞ্চে। ঢাকা থিয়েটারে সুবর্ণা মুস্তাফার অভিনীত অনেক চরিত্র এখনো অনেকের মনে দাগ কেটে আছে। সংরক্ষিত আসনের এই সংসদ সদস্য সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদককে ভুষিত হয়েছেন তিনি। এন এ / ০৮ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2TsGUXR
March 08, 2019 at 10:37PM
08 Mar 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top