কলকাতা, ০১ মার্চ- ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেছেন জওয়ানদের রক্ত নিয়ে রাজনীতি করছে বিজেপি। পাকিস্তানে বোমা হামলা চালানো প্রসঙ্গে মমতা ব্যানার্জি বলেন, আমরা শুনেছি বোমাটা ঠিক জায়গায় পড়েনি, বোমাটা মিস হয়েছে এবং মানুষ মারা যায়নি। কেউ কেউ বলছেন, একজন মারা গিয়েছে। বৃহস্পতিবার কলকাতায় তিনি বলেন, জওয়ানদের রক্ত নিয়ে রাজনীতি আমরা কেউ পছন্দ করি না। তিনি আরও বলেছেন, আমরা জানতে চাইতেই পারি, বিমানহানায় কতজন মারা গিয়েছে? কারা মারা গিয়েছে? কিছুই তো আমরা জানতে পারিনি। ভারতের বিমানহানায় পাকিস্তানে ঠিক কতজনের মৃত্যু হয়েছে, তা নিয়ে বিভ্রান্তি রয়েছে বলে মমতা ব্যানার্জি দাবি করেন। ৩০০জন, ৩৫০ জন, ৪০০ জন সংবাদমাধ্যমে এমন নানা সংখ্যা ঘুরাফেরা করছে। টেলিভিশন চ্যানেলগুলিকে একতরফা তথ্য খাওয়ানো হয়েছে বলেও অভিযোগ করেন মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার দিল্লি থেকে কলকাতায় ফিরে এসব প্রশ্ন তুলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এছাড়া গত পাঁচ বছরে পঠানকোট বা উরিতে জঙ্গি হামলার পরে এই রকম পদক্ষেপ কেন করেনি ভারত সরকার, এমন প্রশ্নও তোলেন মমতা। এনএ/ ০১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NAZmHJ
March 01, 2019 at 05:29PM
01 Mar 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top