বালুগ্রাম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালুগ্রাম আদর্শ কলেজে বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ফেরদৌসী ইসলাম জেসী। কলেজ অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান তানবিরুল আলম, সংসদ সদস্যের স্বামী ড. সাইফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মোখলেশুর রহমান, সংসদ সদস্যের ভাই মেসবাহুল জাকের জঙ্গি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ নসম মাহবুবুর রহমান মিন্টু।
সভায় সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি কলেজ শিক্ষার্থীদের উদ্দ্যেশে লেখাপড়ায় মনযোগী হওয়ার আহবান জানিয়ে বলেন, ‘ ভালভাবে লেখাপড়া করে তোমাদের মানুষের মত মানুষ হয়ে গড়ে উঠতে হবে। পিতা মাতাসহ এলাকার মুখ উজ্জ্বল করতে হবে’।
তিনি শিক্ষার্থীদের শিক্ষা জীবন শেষে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিবিত হয়ে দেশের উন্নয়নে ভুমিকা রাখার আহবান জানান।
পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার রাজনৈতিক সংগঠক ও সুধিজনরা অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৩-১৯


from Chapainawabganjnews https://ift.tt/2FC6mjS

March 28, 2019 at 04:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top