ঢাকা, ১১ মার্চ- জাতীয় দলে নিয়মিত না হলেও ঘরোয়া লিগে নিয়মিতই কেলছেন মোশাররফ রুবেল।কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নেই মোশাররফ।দৌড়াদৌড়ি করতে হচ্ছে হাসপাতাল থেকে হাসপাতালে। গত সপ্তাহে জানতে পেরেছেন দুঃসংবাদটিব্রেন টিউমারে আক্রান্ত বাংলাদেশের জাতীয় দলের এই ক্রিকেটার। বেশ কদিন ধরে মাথায় নানা সমস্যা অনুভব করছিলেন মোশাররফ। দুদিন আগে রাজধানীর এক হাসাপাতালে এমআরআই করে জানতে পেলেন, মস্তিষ্কে টিউমার ধরা পড়েছে মোশাররফের। এই সংবাদে তিনি তো বটেই, তাঁর পুরো পরিবার ভেঙে পড়েছে। চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন দ্রুত অস্ত্রোপচার করে ফেলতে। মোশাররফ চাইছেন অস্ত্রোপচারটা তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসাপাতালে করাতে। এরই মধ্যে ভিসার প্রক্রিয়াও শুরু করে দিয়েছেন। ভিসা পেলেই সিঙ্গাপুর রওনা দেবেন মোশাররফ। দুঃসংবাদের মধ্যে ইতিবাচক খবর হচ্ছে, মোশাররফের ব্রেন টিউমারটা আছে প্রাথমিক পর্যায়ে। তার আশা, সফল অস্ত্রোপচার হলে সুস্থ হয়ে উঠবেন দ্রুতই, অস্ত্রোপচার করতে হবে। দেরি করা যাবে না। দেশের বাইরে করাতে চাই। ভিসাপ্রক্রিয়া শুরু করে দিয়েছি। দুই-তিন লাগবে। ভিসা হলেই চলে যাব। এটা প্রাথমিক পর্যায়ে আছে, এটি একটু আত্মবিশ্বাস জোগাচ্ছে। খবরটা শুনে পরিবারের সবাই ধাক্কা খেয়েছিল। এখন একটু সাহস পাচ্ছে। এমন বিপদের দিনে মোশাররফের পাশে দাঁড়িয়েছে জাতীয় দলের অনেক ক্রিকেটার। বিসিবির কাছে আর্থিক সহায়তা চেয়েছেন এই স্পিনার।এরপর ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান মোশাররফকে ফোন দিয়েছিলেন দুশ্চিন্তা না করতে। সবার ভালোবাসা আর সমর্থন পেয়ে একটু যেন আবেগাপ্লুতই হয়ে পড়ছেন ৩৭ বছর বয়সী বাঁহাতি স্পিনার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেন, বিসিবির মেডিকেল টিমের সঙ্গে মোশাররফের কথা হয়েছে। তাকে সঠিক নির্দেশনা দেয়া হয়। প্রাথমিকভাবে জানা গেছে, মোশাররফের পুরো চিকিৎসা প্রক্রিয়ায় প্রায় ৪০ লাখ টাকা খরচ হবে। জাতীয় দলে নিজেকে ভালোভাবে প্রমাণ করতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমার তিনি। জাতীয় দলে তার অভিষেক হয় ২০০৮ সালে। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একটি ম্যাচ খেলা এই ক্রিকেটার ১১২টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। এ ছাড়া লিস্ট এ ম্যাচ খেলেছেন ১০৪টি। এন এ/ ১১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2XYoP2G
March 11, 2019 at 07:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top