গতির ঝড় তুলে ক্রিকেট ইতিহাসে অমর হয়ে আছেন পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার। ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার বেগে বল করে বিশ্বরেকর্ডের মালিক তিনি। তার ধারেকাছেও আজ পর্যন্ত কেউ যেতে পারেননি। এবার হয়তো সেই দিন ফুরাতে যাচ্ছে। কারণ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ১৫১ কিলোমিটার বেগে বল করে যাচ্ছেন এক তরুণ। যাকে নতুন শোয়েব আখতার বলছে দেশটির মিডিয়া। নাম তার মোহাম্মদ হাসনাইন। বয়স মাত্র ১৮। বিশালদেহী শোয়েব আখতারের সঙ্গে চেহারায় কোনো মিল নেই। রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের মতো ডাকাবুকো নন তিনি। তবে খুনে মেজাজের মিল খুঁজে পাওয়া যায়। না হলে কি আর ১৫০ কিমি প্রতি ঘণ্টা গতিতে বোলিং করতে পারতেন! তাঁকে দেখার পর পাকিস্তানি ক্রিকেটাঙ্গন নতুন করে আশায় বুক বাঁধতে শুরু করেছে। হয়তো ইনিই পরবর্তী শোয়েব আখতার। পাকিস্তান সুপার লিগে যিনি এখন আকর্ষের কেন্দ্রে। তার গতি মনে করাচ্ছে শোয়েবকে। ইতিমধ্যে বোলিং বিস্ময় বলতে শুরু করেছেন অনেকে। হাসনাইনের বোলিংয়ের লাইন-লেন্থ-এর প্রশংসা করছেন বিশেষজ্ঞরা। তাছাড়া উপমহাদের উইকেটে যেভাবে ভয়ংকর বাউন্সার দিয়ে যাচ্ছেন তিনি, তাতে মুখ হা হয়ে গেছে অনেকের। ডেথ ওভারে ব্লক হোলে দুর্দান্ত ইয়র্কার করার জন্যও প্রশংসা কুড়িয়েছেন। তবে এসব ছাপিয়ে যাচ্ছে হাসনাইনের গতি। পিএসএলের এক ম্যাচে তিনি একটি ডেলিভারি করেন, যার গতি ঘণ্টায় ১৫১ কিলোমিটার। পিএসএলে এখনও পর্যন্ত ১৫০ কিমি প্রতি ঘণ্টার বেশি জোরে কেউ বোলিং করতে পারেননি। হাসনাইনের গতিতে মুগ্ধ হয়েছেন পাকিস্তান জাতীয় দলের তারকা অল-রাউন্ডার শোয়েব মালিক। উচ্চতা ও ফিটনেসের জন্যই হাসনাইন এমন জোরে বোলিং করতে পারছেন বলে মনে করেন তিনি। এছাড়া হাসনাইনের ফিল্ডিং সাজানোর দক্ষতাও প্রশংসা কুড়িয়েছে। একটা দুটো বল নয়, ওভারের প্রায় প্রতিটা ডেলিভারি ১৪০ কিমি প্রতি ঘন্টার বেশি গতিবেগে করছেন তিনি। তবে নতুন এই শোয়েব আখতারকে নিয়ে আসল শোয়েব আখতার এখনও কিছু বলেননি। এমএ/ ০৭:১১/ ০৭ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2TwD4wi
March 08, 2019 at 01:22AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top