দুবাই, ২৮ ফেব্রুয়ারি- মাছুম আহমদ ও জালাল আহমদের পর সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নুর উদ্দিন নামে মৌলভীবাজারের বড়লেখার আরও একজন নিহত হয়েছেন। বুধবার দুবাইয়ের শেখ খলিফা হাসপাতালে তিনি মারা যান। এখন তার লাশের অপেক্ষায় প্রহর গুনছেন স্বজনরা। নুর উদ্দিন উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের মাইজগ্রামের কোরবান আলীর ছেলে। জানা গেছে, বড়লেখার দুবাই প্রবাসী নুর উদ্দিন মঙ্গলবার সকালে আমিরাতের আবুধাবি স্টেটের রাসুল কিমা শহরে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। সেখান থেকে উদ্ধার করে শেখ খলিফা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরিবারের উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে শোকে বিহ্বল স্ত্রী সাফিয়া বেগম জানান, তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে তিনি এখন কিভাবে বাঁচবেন। নিহত স্বামীর লাশ দেশে আনতে তিনি বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করছেন। এনএ/ ২৮ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2tJpEhW
March 01, 2019 at 06:35AM
01 Mar 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top