বড়োদিঘি চা বাগানে হাতির হানায় ক্ষতিগ্রস্ত ৪টি শ্রমিক আবাস

মেটেলি, ১৪ এপ্রিলঃ মেটেলি ব্লকের বড়োদিঘি চা বাগানে হাতির হানায় ক্ষতিগ্রস্ত চারটি শ্রমিক আবাস। এই ক্ষতিপূরণের দাবিতে রবিবার টিলাবাড়ি বন দপ্তরের গরুমারা চেকপোস্ট ঘেরাও করে বিক্ষোভ দেখান আবাসিকরা। ক্ষতিপূরণ সহ চা বাগানে বনকর্মীদের নিয়মিত টহলদারির দাবি জানান তাঁরা। পরে অবশ্য বন দপ্তরের তরফে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয়।

জানা গিয়েছে, শনিবার গভীর রাতে চা বাগান সংলগ্ন গরুমারা জঙ্গল থেকে একটি দাঁতাল টিলাবাড়ি ডিভিশনের ওজন লাইনে ঢুকে পড়ে। এলাকায় পরপর চারটি শ্রমিক আবাস ভেঙে সেখানে মজুত খাবার খেয়ে আসবাবপত্র নষ্ট করে দেয় হাতিটি। খবর পেয়ে ঘটনাস্থলে যান খুনিয়া স্কোয়াডের কর্মীরা।

The post বড়োদিঘি চা বাগানে হাতির হানায় ক্ষতিগ্রস্ত ৪টি শ্রমিক আবাস appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2X4BJuG

April 14, 2019 at 07:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top