চাঁদকুমার বড়াল, কোচবিহারঃ কোচবিহার জেলাজুড়ে রক্তের মারাত্মক সংকট দেখা দিয়েছে। সরকারি ব্লাড ব্যাংকে রক্ত মিলছে না। প্রয়োজনীয় রক্তের খোঁজে রোগীর আত্মীয়রা হন্যে হয়ে ঘুরছেন। এর জেরে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ খুবই সমস্যায় পড়েছে। সমস্যা মেটাতে রক্তদান শিবিরের আয়োজনের জন্য কর্তপক্ষ বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ প্রায় ৪০ জায়গায় চিঠি পাঠালেও সেইসব জায়গা থেকে এখনও কোনো সাড়া পায়নি। লোকসভা ভোটের জেরে পরিস্থিতি ঘোরালো হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে।
কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের ব্লাড ব্যাংকে মজুত রক্তের ভাঁড়ার প্রায় শেষ। কোনো গ্রুপেরই রক্ত মিলছে না। অন্তত গত এক মাস ধরে এই সমস্যা চলছে। লোকসভা ভোটপর্ব চলায় এই সময়কালে রক্তদান শিবির না হওয়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে। বিভিন্ন কারণে সাধারণ রোগীরা তো বটেই, থ্যালাসেমিয়া সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীরা রক্ত না পেয়ে চরম সমস্যায় পড়েছেন। শিবিরের মাধ্যমে রক্ত জোগাড় করা গেলে হাসপাতালের ব্লাড ব্যাংকে রোজই গড়ে প্রায় ৩০০ ইউনিট রক্ত মজুত থাকে। এমনিতে কার্ড ও ডোনারের রক্তের বিনিময়ে ব্লাড ব্যাংক থেকে রক্ত দেওযার নিয়ম থাকলেও পরিস্থিতি অনুকূলে থাকলে অনেক সময় রোগীর চাহিদা বুঝে এসব নিয়মকানুন ছাড়াই তাঁকে রক্ত দেওয়া হয়। কিন্তু বর্তমানে সেই পরিস্থিতি নেই। রবিবার রাতে হাসপাতালের ব্লাড ব্যাংকে ১০ ইউনিট এ পজিটিভ, ৩০ ইউনিট বি পজিটিভ, ৬ ইউনিট এবি পজিটিভ, ৪ ইউনিট ও পজিটিভ এবং ১ ইউনিট বি নেগেটিভ গ্রুপের রক্ত মজুত ছিল। এমনিতে এই হাসপাতালে প্রতিদিন গড়ে ৬০-৭০ ইউনিট রক্ত লাগে। সোমবার এই পরিমাণ রক্ত শেষ হয়ে গেলে তার পর কী হবে তা ভেবে কর্তৃপক্ষ রীতিমতো বিপাকে।
কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডাঃ রাজীব প্রসাদ বলেন, লোকসভা ভোটের আগে থেকেই জেলাজুড়ে রক্তের সংকট দেখা দিয়েছে। রক্তদান শিবিরের আয়োজন করতে ৩ এপ্রিল প্রায় ৪০টি প্রতিষ্ঠানে চিঠি দিয়েছিলাম। কিন্তু তাতে কোনো লাভই হয়নি। রাজীববাবু বলেন, পরিস্থিতি সামাল দিতে আমরা ৪ এপ্রিল একটি শিবির করি। সেখানে চিকিত্সক সহ অনেকে রক্ত দেন। কিন্তু ওই শিবিরের পর থেকে অন্য কোনো জায়গা থেকে রক্ত সংগ্রহ করা যায়নি। হাসপাতালের ব্লাড ব্যাংকে প্রতিদিন য়ে পরিমাণ রক্ত প্রয়োজন তার বন্দোবস্ত না করতে পারায় খুবই সমস্যা হচ্ছে বলে এমএসভিপি জানান।
The post ভোটের জেরে কোচবিহারে রক্তসংকট চরমে appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2UPJfwA
April 22, 2019 at 12:52PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন