উপজেলা নির্বাচনকে নিয়ে আওয়ামী লীগ নেতা মিজানের র‌্যালি

আসন্ন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজান শহরের র‌্যালি ও সমাবেশ করেছেন।  বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয় হতে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে পথসভায় মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম শাহনেওয়াজ অপু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, সাবেক ছাত্রনেতা আবু সুফিয়ান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টিটু, সুভাস পান্ডে, শাখাওয়াত হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফায়জার রহমান কনক, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান আরমান, সাবেক ছাত্রনেতা নাসিরুল ইসলাম, মুন্সি নজরুল ইসলাম সুজন।
সমাবেশে অ্যাড. মিজানুর রহমান চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করে সকলকে দলের পক্ষে কাজ করার আহ্বান জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-০৪-১৯


from Chapainawabganjnews https://ift.tt/2OK8Kt9

April 03, 2019 at 09:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top