সাংসদ জেসিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সংবর্ধনা প্রদান

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে রবিবার সাংসদ জেসিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এই উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পরিষদ ও কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছে সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি।
সকালে পৌরসভা মিলনায়তনের পৌর মেয়র নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, পৌরসভার প্যানেল মেয়র সাইদুর রহমান, নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম, ফেরদৌসি ইসলাম জেসির স্বামী ড. সাইফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সচিব মামুন অর রশিদ, কাউন্সিলর মাসকুরা খাতুন, টাউন প্লানার ইমরান হোসেন, পৌরসভা কর্মকর্তা কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২, নূরুল ইসলাম মিনহাজ, কাউন্সিলর আব্দুল বারেক, জিয়াউর রহমান আরমান, মইদুল ইসলাম।
সভায় সংসদ সদস্য বলেন,  বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বধীন সরকার দেশের সামগ্রীক উন্নয়নের লক্ষে নিরলসভাবে কাজ করে চলেছেন। উন্নয়নের ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাতেও ব্যাপক উন্নয়ন হয়েছে এবং উন্নয়ন অব্যাহত থাকবে। তিনি দেশের উন্নয়ন অগ্রগতিতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।
শেষে পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জোসির হাতে পৌর পরিষদের পক্ষ থেকে একটি ক্রেস্ট তুলে দেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০৪-১৯



from Chapainawabganjnews http://bit.ly/2ZmIgTj

April 21, 2019 at 07:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top