জলপাইগুড়িতে ভোট কেন্দ্রে চলল গুলি!

জলপাইগুড়ি, ১৮ এপ্রিলঃ জলপাইগুড়ির খুব ঘুঘুডাঙ্গা এলাকার সতিশচন্দ্র কালীবাড়ি প্রাঃ বিঃ ১৭/২৪৩ নম্বর বুথে গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শূন্যে ৩ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। বিজেপির সদর দক্ষিণ মন্ডলের সহ-সভাপতি লক্ষ্মী সরকার জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ পর্ব চলছিল। অভিযোগ, দুপুরের দিকে ১০-১২ জন তৃণমূল কর্মীরা ওই বুথে গিয়ে শূন্যে ৩ রাউন্ড গুলি চালায়। এরপরই প্রিসাইডিং অফিসারকে মারধরের পাশাপাশি পুলিশকর্মীদের উপর হামলার চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ-প্রশাসনের কর্তারা।

এপ্রসঙ্গে জলপাইগুড়ির জেলাশাসক শিল্পা গৌরিসারিয়া জানিয়েছেন, এধরনের কোনও খবর নেই। ওই এলাকায় যথেষ্ট পুলিশবাহিনী রয়েছে।

The post জলপাইগুড়িতে ভোট কেন্দ্রে চলল গুলি! appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2PfPXWM

April 18, 2019 at 04:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top