কলকাতা, ২০ এপ্রিল- বিদেশি নাগরিক হয়েও ভারতের লোকসভা নির্বাচনে মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বিতর্কিত হয়েছেন নায়ক ফেরদৌস। শেষে বাংলাদেশে ফিরে আসতে বাধ্য হন তিনি। এবার ফেরদৌসকে নিয়ে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সকালে দক্ষিণ দিনাজপুরের এক নির্বাচনী জনসভায় দেয়া বক্তব্যে মোদি বলেন, তৃণমূলের অবস্থা যে কতটা খারাপ তা বিদেশিদের নিয়ে এসে নির্বাচনে প্রচার চালানোর ঘটনা থেকেই পরিষ্কার হয়েছে। মোদি আরও বলেন, তারা বিদেশিদের ডেকে এনে প্রচার চালাচ্ছেন। ভারতের ইতিহাসে বিদেশিদের দিয়ে প্রচারের নজির ছিল না। এটাই প্রমাণ করে তৃণমূলের ভোট ব্যাংকের জন্য মমতা যে কোনো কাজ করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে মোদি বলেন, দিদির স্বপ্নে স্পিড ব্রেকার পড়ে গেছে। বাংলার মানুষ এখন পরিবর্তন চায়। রাজ্যের উন্নয়ন নেই। যুবকরা চাকরি পাচ্ছেন না। এই সরকার থেকে মুক্তির জন্য এখন বিজেপিকে ভোট দিতে হবে। বুনিয়াদপুরের সভায় বেশ কিছু সময় বাংলায় ভাষণ দেন মোদি। তিনি বলেন, এই বৈশাখের তীব্র দাবদাহ উপেক্ষা করে হাজারো মানুষ সভায় এসেছেন। দ্বিতীয় দফার ভোটে বাংলার সাধারণ মানুষ ভোট দেয়ার জন্য যেভাবে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন তা গোটা দেশের জন্য দৃষ্টান্ত। নরেন্দ্র মোদি তার বক্তব্যে বলেন, গোটা দেশ বলছে পশ্চিমবঙ্গে নতুন কিছু হতে চলেছে। বাংলায় বিজেপির সমর্থনের ঢেউ বইছে। কিন্তু এসব কথা শুনতে পাচ্ছেন না তিনি। বিজেপির জনসমর্থন দিদির ঘুম কেড়ে নিয়েছে। আর/০৮:১৪/২০ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Xq4pOQ
April 20, 2019 at 09:46PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন