হারুন, আমিনুলের শপথে মতির উচ্ছসিত প্রতিক্রিয়া টিপুর সতর্ক

চাঁপাইনবাবগঞ্জের হারুনুর রশিদ হারুন ও আমিনুল ইসলামের শপথ নেয়ার পর মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে সদর উপজেলা বিএনপি। শপথ গ্রহনের খবর পৌছর পরই বিকালে পাঠানপাড়ার দলীয় কার্যালয়ে মিষ্টি বিতরণ করা হয়। পরে সেখান থেকে আনন্দ মিছিল বের করা হয়। আনন্দ মিছিলটি সদর উপজেলা বিএনপি’র উদ্যোগে করা হলেও জেলা বিএনপি’র নেতৃবৃন্দ অনুপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম টিপুর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি সতর্ক মন্তব্য করেছেন। তিনি সাংবাদিকদের জানান, যদি দলীয় সিদ্ধান্ত মেনে তারা শপথ নেন তবে ঠিক আছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পক্ষে তিনি।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তার প্রতিক্রিয়ায় বলেন, ‘ বাংলাদেশ জাতীয়তাবাদি দলের চার জন এমপি শপথ গ্রহণ করেছেন। আমারা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ সব অঙ্গ সংগঠননের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করি শপথ গ্রহণকারী নেতৃবৃন্দ দলীয় নেতাকর্মীদের আশা আকাংখা পুরন করবেন’।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৪-১৯


from Chapainawabganjnews http://bit.ly/2ZF6QPD

April 29, 2019 at 06:43PM
29 Apr 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top