মাথাভাঙ্গা, ৪ এপ্রিলঃ দিনহাটার পর মাথাভাঙ্গার নির্বাচনি সভা থেকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বলেন, ‘মোদি তো মহম্মদ বিন তুঘলকের ঠাকুরদা আর হিটলারের জ্যাঠামশাই। আসলে উনি ঔদ্ধত্যপূর্ণ এক্সপায়ারি প্রাইম মিনিস্টার।’ তিনি আরও বলেন, ‘মোদি আগে নিজেকে বলতেন চা ওয়ালা । এখন বলছে চৌকিদার । আমি নয় লোকে বলছে চৌকিদার চোর হ্যায়। আমাদের একটাই পয়েন্ট মোদি হটাও দেশ বাঁচাও, বিজেপি হটাও দেশ বাঁচাও। আমরা সবাই মিলে লড়ছি।’
এদিন বেলা দুটো নাগাদ শুরু হয় সভা। মমতার সঙ্গে ছিলেন ইন্দ্রনীল সেন ও নুসরত জাহান। মমতা বলেন, ‘ময়নাগুড়ি-ঘোগীঘোপা রেলপথ আমি করেছি। কেন্দ্রীয় রেলমন্ত্রী থাকার সময় গোটা দেশের রেল পরিকাঠামো উন্নয়ন করেছি। নোটবন্দীর সময় কর্মসংস্থান হারিয়ে গোটা দেশে এরাজ্যের মানুষ রাজ্যে ফিরে এসেছিলেন তাদের নতুন কাজ শুরু করার জন্য এককালীন ৫০হাজার টাকা করে দিয়েছি।’ উন্নয়নের খতিয়ান দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘মেখলিগঞ্জ হলদিবাড়ির মাঝে তিস্তা নদীর জন্য যে সমস্যা ছিলো তার জন্য জয়ী সেতু করেছি আমরা। আর দিনহাটা – সিতাইয়ের মাঝে তৈরি হচ্ছে ভাওয়াইয়া সেতু । কোচবিহারের অনেক মানুষ এই গান গায়। স্বাস্থ্য সাথীতে সাড়ে আট কোটি মানুষকে পরিসেবা দিচ্ছি। এক কোটি কর্মসংস্থান করে দিয়েছি। কৃষক ধান আলু বিক্রি করতে না পারলে আমরা সাহায্য করি। আজ বাংলায় প্রত্যেকেই কেউ না কেউ সরকারি সাহায্য পায়। ’ এনআরসি নিয়েও বিজেপিকে আক্রমণ করেন মমতা। তিনি বলেন, ‘অসমে ২২ লক্ষ হিন্দু বাঙালি হিন্দু ও ২৩ লক্ষ মুসলমানের নাম বাদ দিয়েছে । ওরা বাদ দেওয়ার কে ? এরাজ্যে যাও দুটো সিট ছিল এবার তাও যাবে। সারা দেশে ৫৪২ টি আসনে ১২৫টি আসন পেলে মোদির ভাগ্য।’ বামেদের আক্রমণ করতেও ছাড়েননি মমতা। তিনি বলেন, ‘বামপন্থীরা চলে গেছে সাম্প্রদায়িক দলে। তাই পরেশবাবুরা মা মাটি মানুষের দলে এসেছেন।’ গতকাল দিনহাটার সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করতে দেখা গিয়েছিল কোচবিহারের বিদায়ী সাংসদ পার্থপ্রতিম রায়কে। এদিন মমতা বলেন, ‘পার্থকে অন্য কাজে লাগাব। তাই এবার ওকে টিকিট দিইনি।’
The post মোদি তুঘলকের ঠাকুরদা আর হিটলারের জ্যাঠামশাই, আক্রমণ মমতার appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2uTDxe5
April 04, 2019 at 06:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন