কলকাতা, ২৯ এপ্রিল- ভারতে চতুর্থ দফার নির্বাচনকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি এলাকা। আজ সোমবার সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই দুবরাজপুর, নানুর, নলহাটিসহ বেশ কয়েকটি এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ভোটকেন্দ্র পেরিয়ে বিজেপি ও তৃণমূলের কর্মী-সমর্থকদের বাড়িতেও পাল্টাপাল্টি হামলা হয়েছে। বীরভূমের নানুর ও সদাইপুরে তৃণমূল আর বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সদাইপুরে ভোট দিতে আসার পর তৃণমূলের ৩ কর্মীকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ করেছন দলের নেতারা। অন্যদিকে নানুরে লাঠিসোটা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন বিজেপি সমর্থকরা। তাদের অভিযোগ, ভোটের আগের দিন থেকেই বিজেপি সমর্থকদের বাড়িতে ঢুকে হুমকি দিয়েছেন তৃণমূল নেতা-কর্মীরা। তাদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ। এরই প্রতিবাদে আজ সোমবার ভোটের দিন বিজেপি সমর্থকরা লাঠিসোটা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। তৃণমূল কর্মীদের বাড়িতেও বিজেপি কর্মী-সমর্থকরা হামলা ও ভাঙচুর করেন বলে জানিয়েছে স্থানিয় সংবাদ মাধ্যম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাকা গুলিও ছুড়েছে। দুই সেলিব্রেটি প্রার্থীর আসন আসানসোলেও চলছে তীব্র উত্তেজনা। এখানে বিজেপির প্রার্থী গায়ক বাবুল সুপ্রিয়। তার প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূলের মুনমুন সেন। আসানসোলের বারাবনিতে বাবুল সুপ্রিয়র গাড়িতেই হামলার ঘটনা ঘটেছে। সেখানকার নির্বাচনী কর্মকর্তার দপ্তরও ভাঙচূর করা হয়েছে। উল্লেখ্য, আজ চতুর্থ দফার ভোটকে সবগুলো দলই অগ্নিপরীক্ষা হিসেবে নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন, আজকের পরই সেটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে বলে উল্লেখ করছেন তারা। এমএ/ ০৫:৩৩/ ২৯ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Jaga8r
April 29, 2019 at 11:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top