চোপড়া, ১০ এপ্রিলঃ চোপড়ায় দার্জিলিংয়ের তৃণমূল-কংগ্রেস প্রার্থী অমর সিং রাইয়ের সমর্থনে সভা করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার চোপড়ার দাসপাড়াতে মোদির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তীব্র আক্রমণাত্মক মেজাজে। তিনি বলেন-
- ১. অফিসার বদলি করে কি করবে? রাজ্যের সব অফিসারই আমার অফিসার। তারা রাজ্যের হয়েই কাজ করবে। দুদিন বাদে এরা চলে যাবে। প্রশাসন আমাদেরই থাকবে।
- ২. মোদি আর কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবেন না।
- ৩.ভারতে তৃণমূলই সরকার গড়বে।
- ৪.মোদিকে তৃণমূলই হটাবে।
- ৫.গো রক্ষার নামে বিজেপি দেশে জুলুম চালিয়েছে।
- ৬.বিজেপি সংখ্যালঘুদের ওপর জুলুম চালিয়েছে।
- ৭.চৌকিদার লুটেরা। চৌকিদার দাঙ্গাবাজ।
- ৮.কংগ্রেস বহরমপুর এবং প্রণব মুখার্জির ছেলে যেখানে প্রার্থী হয়েছেন সেখানে আরএসএসের সাহায্য নিচ্ছেন।
- ৯.রুটির কথা না বলে মোদি যুদ্ধের কথা বলছেন।
- ১০.পুলওয়ামাতে জওয়ানদের মারল কারা? মোদিবাবুর কাছে তো খবর ছিল।
- ১১.ভোটাররা এবার মোদির বিরুদ্ধে স্ট্রাইক করবে।
- ১২. সিবিআই এবং ইনকাম ট্যাক্স দিয়ে ভয় দেখানোর চেষ্টা চলছে।
- ১৩.চোপরায় দার্জিলিং আমাদের জেতাবে।
- ১৪.আমিও হিন্দুর মেয়ে।
- ১৫.বিজেপিকে কবর দিন।
সংবাদদাতাঃ অরুণ ঝা
The post চোপড়ায় মুখ্যমন্ত্রীর জনসভা appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2Z5wA7c
April 10, 2019 at 04:10PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন