টরন্টো, ১০ এপ্রিল- কানাডাসহ বিশ্বের সকল বাঙালি প্রবাসীদের সুখ দু:খের নানান খবরাখবর তুলে ধরতে কানাডা থেকে যাত্রা শুরু করেছে বিসিভি টোয়েন্টিফোর ডটকম নামের একটি অনলাইন পত্রিকা। ৬ এপ্রিল,শনিবার কানাডার স্থানীয় সময় সন্ধ্যায় ৬ টায় ড্যানফোর্থের ঘরোয়া ক্লাসিক রেষ্টুরেন্টে পত্রিকাটির উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। পত্রিকার নির্বাহী সম্পাদক মফিজুল ইসলাম চৌধুরী বাবলুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কানাডার সরকার দলীয় এমপি সালমা জাহিদ, বিরোধী দলীয় এমপি বাংলাদেশী বংশোদ্ভুত ডলি বেগম, সাংবাদিক নজরুল মিন্টো, সাংবাদিক আহাদ খন্দকার, কানাডা আওয়ামী লীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল গাফফার, কানাডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রিন্স, মুক্তিযোদ্ধা ইলিয়াছ মিয়া, সাংষ্কৃতিক ব্যক্তিত্ব হাবিবুল্লাহ দুলাল, রোটারিয়ান মঈন চৌধুরী, মহসিন ভূঁইয়া, রিয়েলেটর মনির ইসলাম, রিজুয়ান রহমান, সাংবাদিক শহীদুল ইসলাম মিন্টু, বিউল্ডার্স ও রিয়েলেটর ফরিদা হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনির বাবু ও ফারহানা শান্তা, ব্যরিস্টার ওমর আল জাহিদ, শামীম আরিফ, আজিজুর মোল্লা, নারী নেত্রী নাজমা হক, কৃষিবিদ ফাইজুল করিম, লিটন আলম, ইমাম উদ্দিন, ওসমানী স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক জাকরিয়া রশীদ চৌধুরী, শারীফুল হক ও শেখ আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মিজান কমপ্লেক্সের কর্ণধার ও সাংষ্কৃতিক ব্যক্তিত্ব মিজানুর রহমান, কানাডা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বেলাল সামছুল, রিয়েলেটর হিশাম চিশতি, বিসিসিবি প্রধান রিমন মাহমুদ, কণ্ঠশিল্পী অনুপ কুমার বসু, হাসনা হেনা, শিরিন চৌধুরী, নৃত্যশিল্পী সাদিয়া রফিক, মম কাজী, প্রত্যয় কানাডার সাধারণ সম্পাদক কামরু ভূঁইয়া, রিয়েলেটর শান দে, কানাডা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল শাহরিয়ার, রিয়েলেটর মোহাম্মদ আলী শাওন, আনিসুর রহমান, রিয়েলেটর দেওয়ান হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাজুল ইসলাম, শিপ্রা চৌধুরী, জেএফ খান, মৌ বেগম, রোজিনা চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিসিভি টোয়েন্টিফোর ডট কম কানাডা থেকে যাত্রা করলেও সারা বিশ্বের বাঙালি প্রবাসীদের মূখপত্র হয়ে কাজ করবে। এছাড়াও দেশের সংবাদগুলো পরিবেশন করে দেশেও একটি পাঠক শ্রেনী গড়ে তুলবে। শুধুমাত্র নিরপেক্ষ নয় সত্য সংবাদ তুলে ধরে মানুষের আস্থা অর্জন করবে। এছাড়াও সভায় বক্তারা এ পোর্টালটির অগ্রযাত্রা উপলক্ষে সুন্দর আয়োজনের জন্য বিসিভি টোয়েন্টিফোর ডট কমের নির্বাহী সম্পাদক মফিজুল ইসলাম চৌধুরী বাবলুকে অভিনন্দন জানান । আর/০৮:১৪/১০ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2D2RQkM
April 10, 2019 at 07:21AM
10 Apr 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top