নিরাপদ আম উৎপাদন বাজারজাতকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণ বিষয়ক এক সভা মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এজেডএম নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তার। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল, ফেরদৌসী ইসলাম জেসি, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, আঞ্চলিক উদ্যানতত্ব গবেষণা কেন্দ্রের সফিকুল ইসলাম।
সভায় চাঁপাইনবাবগঞ্জে ক্ষতিকারক রাসয়নিক ব্যবহার ছাড়াই নিরাপদ আম উৎপাদন ও সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সভায় চাঁপাইনবাবগঞ্জে উৎপাদিত বিপুল পরিমাণ আম সংরক্ষণ ও বাজারজাতকরণের ক্ষেত্র সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করা হয়।
প্রায় ২ ঘন্টাব্যাপি অনুষ্ঠিত সভায় আমচাষী ও ব্যবসায়ীরাও অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৪-১৯


from Chapainawabganjnews http://bit.ly/2vvega8

April 30, 2019 at 02:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top