বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটে-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়ার বিরুদ্ধে লুটপাট ও তাঁর প্রবাসী চাচার জমি আত্মসাতের ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে বিশ্বনাথের বাসিয়া সেতুর ওপর এই মানববন্ধন করেন বিশ্বনাথ এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন,‘ সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী ‘একজন হাইব্রিড এমপি’ ছিলেন। বিগত ৫ বছরে এমপি হওয়ার সুবাদে তিনি ও তাঁর ভাই রাজী মিলে বিশ্বনাথে ব্যাপক লুটপাট করেছেন। রাস্তাঘাট, সৌর বিদ্যুৎ ও টিউবওয়েল বাবদ ব্যাপক কমিশন বাণিজ্য করেছেন। লুটপাটের টাকায় তিনি অবৈধ সম্পদ অর্জন করেছেন। শেষ পর্যন্ত তাঁর আপন চাচাদের জমি মৎস খামার করার নামে আত্মসাৎ করেছেন। তাঁর বিরুদ্ধে দুদকের তদন্ত হলে লুটপাটের ভয়াবহ চিত্র বের হয়ে আসবে।’
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্বনাথের মুরব্বী লুৎফুর রহমান, ইউনুস আলী, কামাল উদাসী, যুবনেতা সাইনউদ্দিন, এমরান আহমদ, আবু বক্কর ইমন, রেদওয়ান আহমদ, সুহান আহমদ, জাকির মিয়া, আবুল মিয়া, নাইম মিয়া, রিয়াজুল ইসলাম, রাহি আহমদ, সাব্বির মিয়া, মুস্তাফিজুর রহমান, রুহেল আহমদ, শাকিল মিয়া, সালমান আহমদ, মোজাহিদ আলী, আরমান আহমদ, রাতুল মিয়া, মাহমুদ আলী, জুয়েল মিয়া, সুহেল আহমদ এবং বাপ্পী আহমদ প্রমুখ। মানববন্ধনে দাবি করা হয়, দুদক এহিয়া চৌধুরীর সম্পদের হিসাব চাইলে তার এই ৫ বছরের সকল দুর্নীতি বের হয়ে আসবে।’
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://bit.ly/2KUVp2S
April 20, 2019 at 12:15PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন