ঢাকা, ১৩ এপ্রিল- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে সাকিব আল হাসান বর্তমানে সানরাইজার্স হায়দ্রাবাদ দলের সঙ্গে রয়েছেন। তবে শুধু প্রথম ম্যাচে খেলার সুযোগ পান সাকিব। এরপর থেকেই রয়েছেন একাদশের বাইরে। সাইড বেঞ্চে বসেই সময় পার করতে হচ্ছে তার। বিশ্বকাপ ক্রিকেট শুরু হতে বাকি নেই বেশি সময়। তাই প্রস্তুতিটা শৈশবের কোচ মোহাম্মদ সালাউদ্দীনকে নিয়ে শুরু করতে চাইছেন সাকিব। ছাত্রের ডাকে সাড়া দিয়ে সালাউদ্দীনও ছুটে যাচ্ছেন ভারতে। শনিবার (১৩ এপ্রিল) বিকেলে ভারতে যাচ্ছেন তিনি। সালাউদ্দীন বলেন, সাকিবের মূল লক্ষ্য বিশ্বকাপ ক্রিকেট। প্রস্তুতিটা যাতে আরও ভালো হয় সে জন্যই আমাকে ডেকেছে সাকিব। তবে অনুশীলন কোথায় করবো, কীভাবে করবো তা জানা নেই। ওর কি প্রয়োজন তা ওখানে গেলেই বুঝতে পারবো। বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হবে এপ্রিলের শেষ সপ্তাহে। সেই ক্যাম্পে সাকিবের যোগ দেওয়ার সম্ভাবনা নেই। তাই বিশ্বকাপে যাওয়ার আগে সালাউদ্দীনের সঙ্গে থেকেই প্রস্তুতিটা সেরে ফেলতে চান সাকিব। আর/০৮:১৪/১৩ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2P5JUnP
April 13, 2019 at 05:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top