মাথাভাঙ্গায় আজ মুখ্যমন্ত্রীর সভা

মাথাভাঙ্গা ৪ এপ্রিলঃ বৃহস্পতিবার মাথাভাঙা শহরের কলেজ মোড় সংলগ্ন মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনি জনসভা। এদিন সকাল থেকেই জনসভার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে। মুখ্যমন্ত্রীর জনসভা উপলক্ষ্যে তৈরি মঞ্চের দায়িত্ব নিজেদের হেপাজতে নিয়ে নিয়েছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা।  স্নিফার ডগ ও মাইন ডিটেক্টর দিয়ে তল্লাশি মঞ্চ ও সংলগ্ন এলাকা। এদিন সকাল থেকেই মাথাভাঙ্গার অ্যাডিশনাল এসপি ইন্দ্রজিৎ সরকার, কালিম্পং এডিশনাল এসপি অতুল বিশ্বনাথন সহ বিশাল পুলিশবাহিনী সভাস্থলের নিরাপত্তা দায়িত্বে রয়েছেন। শহরের কলেজ মোড় থেকে ছোট নদীর উপর আব্বাসউদ্দিন সেতু পেরিয়ে জনসভার মাইক মূল শহর পর্যন্ত লাগানো হয়েছে। চলছে মাইক্রোফোন পরীক্ষা করার কাজ, মাঝে মাঝে বাজছে রবীন্দ্র সংগীত। মাইকে প্রচার চলছে মুখ্যমন্ত্রীর জনসভায় থাকবেন অভিনেত্রী নুসরতও। এদিন সকাল থেকে তৃণমূল নেতাকর্মীরা সভাস্থলে থাকলেও বড় কোনো নেতার দেখা মেলেনি বেলা ১১ টা পর্যন্তও। তৃণমূল সূত্রে খবর, বেলা দুটোয় মুখ্যমন্ত্রী জনসভায় ভাষণ দেবেন।

মুখ্যমন্ত্রীর সভাস্থল পরীক্ষা করছে স্নিফার ডগ ও নিরাপত্তাকর্মীরা। ছবি ও তথ্য বিশ্বজিৎ সাহা মাথাভাঙ্গা।

 

The post মাথাভাঙ্গায় আজ মুখ্যমন্ত্রীর সভা appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Vm1uGm

April 04, 2019 at 11:35AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top