ঢাকা, ১৬ এপ্রিল- চলতি ইন্ডিয়ান পিমিয়ার লিগে (আইপিএল) একমাত্র বাংলাদেশী হিসেবে প্রতিনিধিত্ব করছেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।গেল আসরের মতো এবারো সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন তিনি। যদিও প্রথম ম্যাচের পর অরেঞ্জ আর্মিদের একাদশে আর জায়গা পাননি।এরপর থেকে চাউর হচ্ছে সাকিব আইপিএল ছেড়ে দেশে ফিরছেন।এ নিয়ে মুখ খুলেছেন কিসিবি বস। মঙ্গলবার (১৬ এপ্রিল) স্বপ্নের বিশ্বমঞ্চের জন্য দল ঘোষণা করবে বাংলাদেশে ক্রিকেট বোর্ড। আর ২২ এপ্রিল থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। এই অবস্থায় অনেকে মনে করছেন, দেশে ফিরে তার ক্যাম্পে যোগ দেয়া উচিত। গতকাল থেকে প্রকাশ হচ্ছে সাকিবকে দেশে ফিরতে চিঠি দিয়েছে বিসিবি। কিন্তু বিসিবি বস পাপন জানালেন ভিন্ন কথা। ক্যাম্পে যোগ দেয়াটা বিশ্বসেরা অলরাউন্ডারের ওপর ছেড়ে দিয়েছেন কর্তারা। তবে ক্যাম্প শুরুর ব্যাপার জানিয়ে তাকে একটা চিঠি দেয়া হয়েছে বলে জানালেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। গো নিউজ২৪ আর এস/ ১৬ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2KHjg66
April 16, 2019 at 07:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top