কোচবিহারে পালিত হল বর্ষবরণ উৎসব

কোচবিহার, ১৫ এপ্রিলঃ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কোচবিহারে পালিত হল বর্ষবরণ উৎসব। সোমবার সকাল থেকেই কোচবিহারের মদনমোহন বাড়ি, রাজবাড়ি সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়। খাগড়াবাড়ি ছন্দম সাংস্কৃতিক সংস্থা খাগড়াবাড়ি এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করে। যেখানে কচিকাঁচারাও অংশ নেয়। অপরদিকে, কোচবিহার এমজেএন স্টেডিয়ামে নান্দনিক নামে একটি সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধরিত্রী নান্দনিক সংস্থা কোচবিহার ক্লাবে বর্ষবরণ উৎসবের আয়োজন করে। প্রতিটি অনুষ্ঠানেই নাচ, গান, কবিতা পাঠ সহ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আয়োজকরা জানিয়েছেন, বাংলা নতুন বছরকে বরণ করে নিতেই তাদের এই আয়োজন।

সংবাদদাতাঃ শিবশঙ্কর সূত্রধর

The post কোচবিহারে পালিত হল বর্ষবরণ উৎসব appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2GnDz4b

April 15, 2019 at 01:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top