হার্দিকের জরুরি আবেদন খারিজ সুপ্রিমকোর্টে

নয়াদিল্লি, ২ এপ্রিলঃ সুপ্রিমকোর্টেও ধাক্কা খেলেন হার্দিক পাটেল। গুজরাট আদালত তাঁর শাস্তি রদের আর্জিতে সাড়া না দেওয়ায় হার্দিক সুপ্রিমকোর্টে জরুরি শুনানির আবেদন করেছিলেন। কিন্তু তাঁর সেই আবেদনও সাড়া দিল না শীর্ষ আদালত। ফলে লোকসভা নির্বাচনে ভোটে লড়া কার্যত অনিশ্চিত হয়ে পড়ল সদ্য কংগ্রেসে আসা এই তরুণ নেতার।

হার্দিকের আইনজীবী সুপ্রিমকোর্টে জানান, আগামী ৪ এপ্রিলের মধ্যে হার্দিকের শাস্তি রদের মামলায় সুপ্রিমকোর্ট ইতিবাচক পদক্ষেপ না করলে গুজরাট থেকে তাঁর ভোটে লড়া অনিশ্চিত হয়ে যেতে পারে। কারণ, ওই দিন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

সুপ্রিমকোর্টের নির্দেশের পর হার্দিক জানান, ভোটে লড়তে না পারলেও কংগ্রেসের হয়ে প্রচার করবেন তিনি। কংগ্রেসই যাতে এবার কেন্দ্রে সরকার গড়তে পারে সে ব্যাপারে তিনি এবং তাঁর সমর্থকরা আপ্রাণ চেষ্টা করবেন।

প্রসঙ্গত, গত সপ্তাহে কংগ্রেসে যোগ দেন হার্দিক পাটেল। জানা যায়, গুজরাটের জামনগর কেন্দ্র থেকে ভোটে লড়তেন তিনি। সুপ্রিমকোর্টে হার্দিক ধাক্কা খাওয়ার পর কার্যত বিপাকে কংগ্রেসও।

The post হার্দিকের জরুরি আবেদন খারিজ সুপ্রিমকোর্টে appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2VaBSvT

April 02, 2019 at 01:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top