নয়াদিল্লি, ৭ এপ্রিলঃ মুসলিম ভোট ভাগ হওয়ার আশঙ্কা করেই কংগ্রেসকে একহাত নিলেন বহুজন সমাজবাদী পার্টির সুপ্রিমো মায়াবতী। রবিবার পশ্চিম উত্তরপ্রদেশের সাহারনপুরের দেওবাঁধে ছিল অখিলেশ এবং মায়াবতী জোটের প্রথম জনসভা। সেখান থেকেই মায়াবতী বার্তা দিলেন, ‘ভোট ভাগ করবেন না। বিজেপির সঙ্গে টক্কর দেওয়ার মতো ক্ষমতা নেই কংগ্রেসের। লড়াই হবে মহাজোটের সঙ্গেই।’
মুলসলিম সম্প্রদায়ের উদ্দেশে বলতে গিয়ে বিজেপি এবং কংগ্রেসকে জোড়া ফলায় বিদ্ধ করলেন মায়াবতী। কংগ্রেসের ন্যায় প্রকল্পের তীব্র সমালোচনা করতে দেখা যায় তাঁকে। হিংসার রাজনীতি করার জন্য বিজেপি পরাজয় নিশ্চিত বলে দাবি মায়াবতীর।
অখিলেশ অভিযোগ করেন, কংগ্রেস-বিজেপি আয়নার এপিঠ-ওপিঠ। ক্ষমতা দখলই তাদের একমাত্র উদ্দেশ্য। তবে, কংগ্রেস একক শক্তিতে উত্তরপ্রদেশে লড়ায় ভোট ভাগ হওয়ার আশঙ্কা প্রথম থেকেই করা গিয়েছিল। বিশেষ করে ২০১১ আদমশুমারি অনুযায়ী উত্তরপ্রদেশের ১৯ শতাংশ মুসলিম ভোট ভাগ হওয়ার আশঙ্কা রয়েছে। সেখানে বিজেপিই লাভবান হবে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।
উল্লেখ্য, রায়বরেলী এবং অমেঠি ছাড়া উত্তর প্রদেশের বাকি ৭৮টি আসনে অখিলেশ-মায়াবতীর জোটের বিপক্ষে লড়ছে কংগ্রেস।
The post ভোট ভাগ করবেন নাঃ মায়াবতী appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2Vtwwfr
April 07, 2019 at 08:08PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন